পার্বত্য চট্টগ্রামে সেনা দমন-দমন পীড়নের প্রতিবাদে মহালছড়ি ও খাগড়াছড়ি ইউনিয়নে বিক্ষোভ

CHT NEWS


মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

পার্বত্য চট্টগ্রামে সেনা অভিযানের নামে স্কুল ভবন ‘অস্থায়ী ক্যাম্প’ বানিয়ে
নির্বিচারে বাড়িঘর তল্লাশি, নারীদের সাথে অসদাচরণ, লুটপাট, ধরপাকড়, হয়রানি, স্কুলের
কার্যক্রম ব্যাহত ও অবর্ণনীয় জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে খাগড়াছড়ির মহালছড়ি এবং ১নং
খাগড়াছড়ি সদর ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বেলা ২টার সময় উক্ত দুই স্থানে পৃথক পৃথকভাবে
এই বিক্ষোভের আয়োজন করা হয়।

“অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে সেনা দমন-পীড়ন বন্ধ কর, ‘অপারেশন উত্তরণ’
তুলে নাও” শ্লোগানে মহালছড়িতে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্যে
রাখেন সাবেক ছাত্র নেতা সুমন্ত চাকমা, যুব নেতা বিজগ খীসা ও এলাকার মুরুব্বি সুনান্ত
চাকমা।

অপরদিকে, ১নং খাগড়াছড়ি ইউনিয়নে মিছিল পরবর্তী আয়োজিত সমাবেশে এলাকাবাসীর
পক্ষে বক্তব্য রাখেন কলেজ শিক্ষার্থী শেফালি চাকমা ও বাবলু চাকমা।

পৃথকভাবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ’৭১ সালে দেশ স্বাধীন হলেও পার্বত্য চট্টগ্রামে আমরা নিপীড়নের শিকার হয়ে আসছি। ’২৪-এর অভ্যুত্থানে আমাদের নতুন
করে আশা জাগিয়েছিলো। কিন্তু তা হয়নি। অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের পর
আগের সরকারগুলোর মতোই আমাদের পাহাড়িদের ওপর নিপীড়ন-নির্যাতন চালানো হচ্ছে। প্রতিনিয়ত
কারো না কারো বাড়িতে সেনাবাহিনী হানা দিচ্ছে, তল্লাশি চালিয়ে হয়রানি করছে, অর্থ সম্পদ
লুট করে নিয়ে যাচ্ছে। ফলে আমাদের সবসময় আতঙ্কের মধ্যেই দিনযাপন করতে হচ্ছে।


বক্তারা অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন
জায়গায় সেনাবাহিনী অভিযানের নামে নির্বিচারে বাড়িঘর তল্লাশি, লুটপাট, নারীদের সাথে
অশোভনীয় আচরণ, স্কুলভবনে তাদের অস্থায়ী ক্যাম্প বানিয়ে কোমলমতি শিশুদের পড়ালেখার ব্যাঘাত
ঘটাচ্ছে, কথিত “অস্ত্র উদ্ধার” নাটক সাজিয়ে নিরীহ মানুষকে আটক, নিপীড়ন-নির্যাতন করছে,
যা স্পষ্টতই মানবাধিকার লঙ্ঘন। আমরা সেনাবাহিনীর এমন অন্যায়-অবিচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

বক্তারা অবিলম্বে সেনা অভিযানের নামে এমন অন্যায় দমন-পীড়ন বন্ধ করা ও সেনাশাসন
অপারেশন উত্তরণ তুলে নিয়ে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *