পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির ১০ম সভা অনুষ্ঠিত

Hill Voice on Facebook

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির ১০ম সভা অনুষ্ঠিত

হিল ভয়েস, ২০ জুলাই ২০২৫, বিশেষ প্রতিবেদক: গত ১৯ জুলাই ২০২৫ সকাল ১১ ঘটিকায় রাঙ্গামাটিস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিশ্রামাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির ১০ম সভা অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির অপর দুই সদস্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা এবং ভারত প্রত্যাগত শরণার্থী ও আভ্যন্তরীণ উদ্বাস্ত পুনর্বাসন সংক্রান্ত টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা উপস্থিত ছিলেন।

এছাড়া উক্ত সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, উপ-সচিব মঙ্গল চন্দ্র পাল ও উপ-সচিব সামছুল হক।

উক্ত সভায় বিগত ৯ম সভার কার্যবিবরণী অনুমোদন এবং সিদ্ধান্তবলী বাস্তবায়নের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ভারত প্রত্যাগত শরণার্থী ও আভ্যন্তরীণ উদ্বাস্ত পুনর্বাসন সংক্রান্ত টাস্কফোর্সের বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে টাস্কফোর্স কর্তৃক ইতিমধ্যে পরিচিহ্নিত পাহাড়ি উদ্বাস্তুদের পুনর্বাসন করা এবং টাস্কফোর্সের সদস্য-সচিব পদে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের পরিবর্তে টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান নিয়োগ এবং ভূমি কমিশনের বিধিমালা প্রণয়নের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। ভূমি কমিশনের বিধিমালা প্রণয়নের জন্য পার্বত্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে খসড়া বিধিমালাটি ভূমি মন্ত্রণালয়ে পুনরায় প্রেরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

অপরদিকে তিন পার্বত্য জেলা পরিষদে পার্বত্য চুক্তি মোতাবেক কার্যাবলী হস্তান্তর সংক্রান্ত একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমাকে প্রধান করে এবং আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা ও পার্বত্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দকে সদস্য হিসেবে নিয়োগ করে উক্ত কমিটি গঠনের সিদ্ধাস্ত গৃহীত হয়।

সভায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির অফিস স্থাপন ও জনবল নিয়োগের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। ২৭ সদস্য বিশিষ্ট জনবল নিয়োগ এবং পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে চুক্তি বাস্তবায়ন কমিটির অফিস স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বিগত ৯ম সভায় ভূমি মন্ত্রণালয়ের সচিব কর্তৃক পার্বত্য চট্টগ্রামে ক্যাডেষ্ট্রাল সার্ভে করার প্রস্তাব ১০ম কমিটির সভায় বাতিল করা হয়। ভূমি বিরোধ নিষ্পত্তি এবং ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থী ও আভ্যন্তরীণ জুম্ম উদ্বাস্তুদের পুনর্বাসনের পর তবেই ক্যাডেষ্ট্রাল সার্ভে করা যাবে বলে পর্যালোচনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল ১১টা থেকে প্রায় আড়াই ঘন্টা ব্যাপী সোহার্দ্যপূর্ণ পরিবেশে সভা অনুষ্ঠিত হয়। পরবর্তী ২/৩ মাসের পর কমিটির সভা আবার অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।


হিল ভয়েস, ২০ জুলাই ২০২৫, বিশেষ প্রতিবেদক: গত ১৯ জুলাই ২০২৫ সকাল ১১ ঘটিকায় রাঙ্গামাটিস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়….

(Feed generated with FetchRSS)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *