পার্বত্য চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদারের আহ্বান – হিল ভয়েস

হিল ভয়েস

হিল ভয়েস, ৩ ডিসেম্বর ২০২৪, রাঙ্গামাটি: গতকাল (২ ডিসেম্বর) রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায়ও ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

প্রথমে সকাল ৯:৩০টায় বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে একটি র‌্যালির আয়োজন করা হয়। এরপর সকাল ১০টার দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির লংগদু উপজেলা কমিটির উদ্যোগে চিবেরেগা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করুন’ শ্লোগান নিয়ে এক গণসমাবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জনসংহতি সমিতির লংগদু থানা কমিটির ভূমি ও কৃষি বিষয়ক সম্পাদক বিনয় কৃষ্ণ কার্বারির সভাপতিত্বে এবং পাহাড়ী ছাত্র পরিষদের লংগদু থানা শাখার সহ-সভাপতি সুদীর্ঘ চাকমার সঞ্চালনায় উক্ত গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জনসংহতি সমিতির লংগদু থানা কমিটির সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির লংগদু থানা কমিটির সাধারণ সম্পাদক নতুনা চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির লংগদু থানা কমিটির সভাপতি দয়াল কান্তি চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের লংগদু থানা শাখার সাধারণ সম্পাদক রিন্টু মনি চাকমা, লংগদুর বগাচতর ইউনিয়নের উগলছড়ি মহাজন পাড়া উচ্চ বিদ্যালয়ের অব: শিক্ষক ধীশক্তি চাকমা, ৭নং ডুলুছড়ি মৌজার হেডম্যান সুনীল কান্তি চাকমা, ৪নং বগাচতর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার জ্যোতি বিকাশ চাকমা। স্বাগত বক্তব্য রাখেন তপন জ্যোতি চাকমা।

বক্তাগণ দীর্ঘ সংগ্রাম, বহু মানুষের রক্ত ও বহু মা-বোনের রক্তের বিনিময়ে অর্জিত এবং জুম্ম জনগণসহ পার্বত্য চট্টগ্রামের স্থায়ী অধিবাসীদের অধিকারের সনদ পার্বত্য চট্টগ্রাম চুক্তি দীর্ঘ ২৭ বছরেও যথাযথভাবে বাস্তবায়িত না হওয়া গভীর ক্ষোভ প্রকাশ করেন। তারা পার্বত্য চুক্তিকে জুম্মদের জাতীয় অস্তিত্ব রক্ষার ভিত্তি বলে উল্লেখ করেন।

বক্তাগণ পার্বত্য সমস্যার শান্তিপূর্ণ ও রাজনৈতিক উপায়ে এবং দেশের সামগ্রিক স্বার্থে অনতিবিলম্বে চুক্তিটি বাস্তবায়নে বর্তমান অন্তর্বর্তী সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।

এছাড়া বক্তাগণ জুম্ম জাতির অস্তিত্বের রক্ষাকবচ এই চুক্তির বাস্তবায়ন নিশ্চিতকল্পে চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থী সকল ষড়যন্ত্র প্রতিহত করে চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলন জোরদার করতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *