পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে নেত্রকোনায় বাড়ছে

Google Alert – পার্বত্য অঞ্চল

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে নেত্রকোনায় বাড়তে শুরু করছে নদ-নদীর পানি। এতে সীমান্তবর্তী ও নদীর তীরবর্তী অঞ্চলে কিছুটা জলাবদ্ধতা দেখা দিয়েছে।

 

আগাম রোপা আমনের বেশ কিছু বীজতলাও ডুবে গেছে। কয়েকদিনের ভারী বর্ষণ আর ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঝর্না-ছড়ার পানিতে জেলার সোমেশ্বরী, উব্দাখালী, গণেশ্বরী কংশসহ বেশ কিছু নদ-নদীর পানি বেড়েছে, বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে কিছু নিচু এলাকা প্লাবিত হলেও জন দুর্ভোগ দেখা দেয়নি।  


এদিকে জেলার সব কয়টি নদ-নদীর পানি এখনো বিপৎসীমার অনেকটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।  


কিন্তু ঢলের পানিতে তলিয়ে গেছে সদ্য রোপণ করা আগাম রোপা আমনের বেশ কিছু বীজতলা। এই পানি দু’একদিনের বেশি স্থায়ী না হলে ক্ষতির তেমন কোনো শঙ্কা নেই বলেও জানায় তারা। তবে আবার নতুন করে পানি এলে নষ্ট হয়ে যেতে পারে পুরো বীজতলা।  


পানি উন্নয়ন বোর্ড বলছে, বন্যা পরিস্থিতির শঙ্কা নেই। নতুন করে বৃষ্টি না হলে পানি কমতে পারে বলে আশা করছেন তারা।  


আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *