পাহাড়ে ধর্ষণ: হান্নান মাসউদের বিতর্কিত মন্তব্য, পরে দুঃখ প্রকাশ, এনসিপি নেতার পদত্যাগ : সংবাদ অনলাইন

Google Alert – পার্বত্য অঞ্চল

সংবাদ অনলাইন রিপোর্ট : সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়িতে এক মারমাছাত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘নীরবতা’ এবং দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের বক্তব্যের প্রতিবাদে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) অলিক মৃ। অলিক বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতির দায়িত্বেও আছেন।

হান্নান মাসউদ খাগড়াছড়িতে জুম্ম ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে ‘ভুয়া’ বলে মন্তব্য করেছেন। পরে সে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ধর্ষণের ঘটনার বিচার চেয়েছেন। তবে এ ব্যাপারে এনসিপির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হান্নান মাসউদের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) অলিক মৃ পদত্যাগ করেন। সোমবার, (২৯ সেপ্টেম্বর ২০২৫) তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘খাগড়াছড়িতে জুম্ম ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা নিয়ে দলের নীরব ভূমিকা ও হান্নান মাসউদের মিথ্যাচারের প্রতিবাদে আমি দল থেকে পদত্যাগ করেছি। ইমেইলে পদত্যাগপত্র দলীয় নেতাদের কাছে পাঠানো হয়েছে। এছাড়া দপ্তর সেলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠিয়েছি।’

কি বলেছিলেন হান্নান মাসউদ

আবদুল হান্নান মাসউদের ভাষ্য, পার্বত্য অঞ্চল নিয়ে ভারত শেষ ট্রাম্প কার্ড খেলে এটিকে অস্থিতিশীল করে তুলছে। একটা ভুয়া ধর্ষণের মধ্য দিয়ে তারা পাহাড়ি ও বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার চানন্দি ইউনিয়নের সাইফুল মার্কেটে ঐক্য ও সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে আবদুল হান্নান মাসউদ বলেন, ‘বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে। ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়। আমরা আমাদের এক ইঞ্চি মাটিও কাউকে ছেড়ে দেব না। ১৯৭১ সালে যেমন পাকিস্তানের মোকাবিলা করেছি, তেমনি ২০২৫ সালে ভারতের মোকাবিলা করবো।’

হান্নান মাসউদের বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার বেলা সোয়া ১২টার দিকে তিনি ফেইসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘আবারও বলছি, একটি ধর্ষণের ঘটনাকে সামনে এনে পাহাড়ে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। ধর্ষণ ভয়াবহ অপরাধ, এজন্য অপরাধীদের অবশ্যই শাস্তি হতে হবে। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে যারা বিচ্ছিন্নতাবাদীদের উসকে দিচ্ছেন, পাহাড়কে অশান্ত করার মতো ঘৃণ্য কাজে ফুয়েল দিচ্ছেন, তারা সুশীল না, তারা দেশদ্রোহী।’

হান্নান মাসউদ পরে বলেন, এই অনাকাক্সিক্ষত শব্দ ব্যবহার করার জন্য তিনি ‘বিব্রত ও দুঃখিত’ হান্নান এবার ফেইসবুক পোস্টে লেখেন, ‘ধর্ষণের মতো গর্হিত অপরাধকে কোনোভাবেই অস্বীকার করা যায় না? ধর্ষকের কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করতে হবে।’

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদ থেকে অলিক মৃর পদত্যাগের ঘোষণার কিছুক্ষণ পর হান্নান মাসউদ এক ফেইসবুকে পোস্টে লেখেন, ‘আবারও বলছি- একটি ধর্ষণের ঘটনাকে সামনে এনে পাহাড়ে অশান্তি সৃষ্টি করা হচ্ছে?…আমার দেশের সার্বভৌমত্বকে যারা হুমকির মুখে ফেলবে, তাদের বিরুদ্ধে আমি জীবন দিয়েও লড়ে যাব? এ দেশের একটি ধূলিকণা নিয়েও কাউকে ষড়যন্ত্র করতে দেয়া হবে না? এসব ফালতু সুশীলগিরি এবার থামান?’

তবে কিছুক্ষণ পর ওই পোস্ট মুছে দেন হান্নান মাসউদ? দুপুর ২টার কিছু পরে আরেকটি পোস্ট দেন তিনি? সেখানে হান্নান লিখেছেন, ‘ (গতকাল রোববার) দ্বীপ হাতিয়ার (নোয়াখালী জেলার একটি উপজেলা) চানন্দী ইউনিয়নে এক সমাবেশে আমি ভুলবশত ও তাৎক্ষণিকভাবে ‘ভুয়া ধর্ষণ’ শব্দটি ব্যবহার করে ফেলি, যা কোনোভাবেই আমার ইন্টেনশন (উদ্দেশ্য) ছিল না? ধর্ষণের মতো গর্হিত অপরাধকে কোনোভাবেই অস্বীকার করা যায় না? ধর্ষকের কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করতে হবে? এ অনাকাক্সিক্ষত শব্দটি ব্যবহার করায় আমি বিব্রত ও দুঃখিত আশা করি, আমার শুভাকাক্সক্ষী, সমর্থক ও সমালোচকেরা এটাকে আমার মুহূর্তের ভুল হিসেবেই বিবেচনা করবেন?’

কী বললেন অলিক মৃ

এনসিপির নীরবতার কারণে দল থেকে পদত্যাগ করে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) অলিক মৃ সোমবার বেলা ১২টার দিকে নিজের ফেইসবুক আইডিতে দেয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন। সেখানে তিনি লিখেন, ‘হান্নান মাসউদ জুম্ম ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা নিয়ে মিথ্যাচার করছেন। তিনি দাবি করেছেন, এ ঘটনা ভুয়া ও নাটক। আমি এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই।’

অলিক মৃ গতকাল দুপুরে সংবাদ মাধ্যমকে বলেন, ‘খাগড়াছড়ি জেলার গত ২৬ সেপ্টেম্বরের ঘটনা নিয়ে এনসিপির খাগড়াছড়ি জেলার প্যাডে একটা বিবৃতি প্রকাশিত হয়েছে। সেখানে শিরোনামে ধর্ষণের ঘটনার কথা না থাকলেও সেনাবাহিনীর ওপর হামলা ও তাদের গাড়ি ভাঙচুরের প্রতিবাদ জানানো হয়। এনসিপির গ্রুপে আমি এ বিবৃতির বিষয়ে জবাব চেয়েছি। পরে ই-মেইলও করেছি। সোমবার সকাল পর্যন্ত অপেক্ষা করেও কোনো জবাব পাইনি। আবার এক কর্মসূচিতে এনসিপির নেতা আবদুল হান্নান মাসউদ বলেছেন, খাগড়াছড়ির ধর্ষণের ঘটনাটি ভুয়া। এ রকম একটি পরিস্থিতিতে আমি বাধ্য হয়েই পদত্যাগ করেছি।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *