পাহাড়ে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র গোলাবারুদ উদ্ধার |

Google Alert – সেনাবাহিনী

পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের বিরুদ্ধে অভিযানে নেমেছে সেনাবাহিনী। গতকাল বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ইউনিয়নের ইউপিডিএফের আস্তানায় অভিযান চালিয়ে তারা একে ৪৭, গাদা বন্দুক, পিস্তলসহ গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। এর আগে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ ও সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট জোনের (৬ইবি) সেনাবাহিনীর একটি বিশেষ দল হরেন্দ্র পাড়া (৯ নম্বর পাড়া) ইউপিডিএফের আস্তানায় অভিযানে নামে। এ সময় সেনা উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে। জবাবে সেনাবাহিনীও ইউপিডিএফকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় উভয়ের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। তবে সেনাবাহিনীর কাছে হারমেনে ইউপিডিএফ সদস্যরা আস্তানা ত্যাগ করে পালিয়ে যায়।


এরপর ইউপিডিএফ আস্তানা থেকে সেনাবাহিনীর সদস্যরা একে ৪৭ একটি, গাদা বন্দুক একটি, দেশি তৈরি এলজি (পিস্তল) একটি, ম্যাগাজিন একটি, বল অ্যামুনেশন ছয় রাউন্ড, কার্তুজ এক রাউন্ড, খালি কার্টিজ ৪২টি, ওয়াকিটকি সেট চারটি, ওয়াকিটকি সেটের চার্জার ক্যাবলসহ চারটি, অ্যামুপোচ একটি, জিপিএস একটি, গোপন ভিডিও ক্যামেরা কলম তিনটি, গোপন ভিডিও ক্যামেরা বোতাম দুটি, চশমা একটি, ইউপিডিএফ লং লাইভ আর্মব্যান্ড পাঁচটি, ইউপিডিএফ পতাকা তিনটি, বিভিন্ন ধরনে বই-১০টি, চাঁদা আদায়ে রসিদ বই দুটি উদ্ধার করেন।


রাঙামাটি জেলা পুলিশ সুপার ডা. এসএম ফরহাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান অব্যাহত আছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।


 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *