পিআর পদ্ধতিতে কোনো নির্বাচন হবে না: আমান উল্লাহ আমান

Samakal | Rss Feed


পিআর পদ্ধতিতে কোনো নির্বাচন হবে না: আমান উল্লাহ আমান

সারাদেশ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

2025-09-25

এদেশে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন হবে। এদেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না। কোনোভাবে পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন হবে না।

বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল উপজেলা আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

আমান উল্লাহ আমান বলেন, আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। আগামী সংসদ নির্বাচনে ঢাকা-২ আসন থেকে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি নির্বাচন করবেন। আপনাদের হাতে আমি ব্যারিস্টার অমিকে তুলে দিলাম। 

আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মাদ শফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-২ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির নেতা মাসুদ রানার সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শামীম উদ্দিন, আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. খায়রুল আমীন প্রমুখ। 

সমাবেশ শেষে সন্ধ্যা ৭টায় আটি বাজারে এলাকায় হাজী আনসার উদ্দিন নামে একটি সড়ক উদ্বোধন করেন সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।

© Samakal

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *