jagonews24.com | rss Feed
পিরোজপুরে ভাড়ানি খাল পুনরায় খননের কাজ শুরু হয়েছে। শুক্রবার (২ মে) সকাল থেকে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তায় এ খনন কার্যক্রম উদ্বোধন হয়। এসময় খালের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
স্থানীয়রা জানায়, শহর দিয়ে দুই কিলোমিটার দীর্ঘ ও ২২ ফুট প্রস্থের এ খালের দুই পাশজুড়ে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছিল বিভিন্ন অবৈধ স্থাপনা। ফলে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে খালের দুই পাশে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। এর মধ্যে বেশকিছু পাকা স্থাপনাও রয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, পৌরবাসী প্রাণের দাবি খালটি খনন করে দখলমুক্ত করার জন্য। আমরা খালটি খননের কার্যক্রম শুরু করেছি।
আরএইচ/এমএস
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।