CHT NEWS
মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর মানিকছড়ি উপজেলা
শাখার ১৬তম কাউন্সিল সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার (২২ আগস্ট ২০২৫) এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
‘পার্বত্য চট্টগ্রামের অব্যাহত সেনা দমন পীড়ন বন্ধ কর’ এই শ্লোগানে এবং
‘আসুন পার্বত্য চট্টগ্রামের জনগণের প্রাণের দাবি পূর্ণস্বায়ত্তশাসন আদায়ে পিসিপি
পতাকাতলে সমবেত হই, লড়াই জোরদার করি’ এই আহ্বানে আজ সকাল ১০টায় পাহাড়ি ছাত্র-ছাত্রী
দল এই গানটি মাধ্যমে কাউন্সিল অধিবেশন শুরু হয়।
এরপর পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের অধিকার আদায়ে যারা আত্মবলিদান
দিয়েছেন তাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
কাউন্সিলের প্রথম অধিবেশনে পিসিপি’র সদস্য আনু মারমার সভাপতিত্বে ও সুমনা
মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি থুইহ্লা প্রু মারমা,
ইউপিডিএফের মানিকছড়ি ইউনিটের সংগঠক নিশান মারমা, পিসিপি’র খাগড়াছড়ি জেলা কমিটির
সাংগঠনিক সম্পাদক প্রাঞ্জল চাকমা, পিসিপি’র চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক
অংহ্লাচিং মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের মানিকছড়ি উপজেলা সভাপতি অংচাই রোয়াজা।
এতে স্বাগত বক্তব্য রাখেন পিসিপির মানিকছড়ি উপজেলা সদস্য উক্যচিং মারমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামর অধিকার আদায়ের সংগ্রামে ছাত্র সমাজের
ভূমিকা অপরিসীম। ৮৯’র সময় থেকে পাহাড়ি ছাত্র পরিষদ ছাত্রসমাজকে একত্রিত করে অন্যায়,
অত্যাচার, নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসছে। জুলাই অভ্যুত্থানের
সময়ে পার্বত্য চট্টগ্রামে ছাত্র সমাজকে একত্রিত করে পাহাড় এবং সমতলে পিসিপি সক্রিয়
ভূমিকা পালন করেছে।
বক্তারা আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর নতুন করে অন্তর্বর্তীকালীন
সরকার দায়িত্ব নেওয়ার পরও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের অধিকার প্রতিষ্ঠা
হয়নি। বরং পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে দমনপীড়ন, নারী নির্যাতন ধর্ষণ, খুন, গুম,
অপহরণ বেড়ে চলেছে। বান্দরবানে সেটেলার বাঙালি কর্তৃক চিংমা খেয়াং নামে এক নারীকে
গণধর্ষণের পর হত্যা করা হয়েছে। এসব ঘটনা প্রতিকারে সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না এবং ঘটনার
কোন সুষ্ঠু বিচার হচ্ছে না। এছাড়াও বিনা বিচারে নারী শিশুসহ নিরপরাধ বমদের কারাবরণ
করতে হচ্ছে।
বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস আগামী ফেব্রুয়ারি মাসে
জাতীয় নির্বাচন করার ঘোষণা দিয়েছে। কিন্তু সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কিনা তা নিয়ে
যথেষ্ট সন্দেহ রয়েছে। ফ্যাসিস্ট হাসিনা আমলের মতো রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে
শাসকগোষ্ঠিভুক্ত দলগুলো পার্বত্য চট্টগ্রামের আসনগুলোতে বিজয়ী হতে মরিয়া হয়ে উঠেছে।
ফলে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণ এখন নানা হুমুকির মুখে রয়েছে।
তারা বলেন, বর্তমান সময়ে আমরা দেখছি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায়
প্রতিনিয়ত সেনা অপারেশন চালানো হচ্ছে, সাধারণ গ্রামবাসীদের ঘরবাড়িতে হয়রানিমূলক তল্লাশি,
টাকাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করা হচ্ছে। এতে সাধারণ মানুষকে সর্বদা আতঙ্কের মধ্যে
থাকতে হচ্ছে।
বক্তরা অবিলম্বে দমন-পীড়ন বন্ধ করে পার্বত্য চট্টগ্রামের জনগণের প্রাণের
দাবি পূর্ণস্বায়ত্তশাসন প্রদানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।
কাউন্সিল দ্বিতীয় অধিবেশনে পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা
হয়। এতে আনু মারমাকে সভাপতি, উক্যচিং মারমাকে সাধারণ সম্পাদক ও নবীন ত্রিপুরাকে সাংগঠনিক
সম্পাদক নির্বাচিত করা হয়।
নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান পিসিপি’র খাগড়াছড়ি জেলা কমিটির
সাংগঠনিক সম্পাদক প্রাঞ্জল চাকমা।
এরপর তৃতীয় পর্বে নতুন কমিটি সাধারণ সম্পাদক উক্যচিং মারমার সঞ্চালনায়
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সভাপতি আনু মারমা।
তিনি বলেন, সকল বাধাৎ-বিপত্তি অতিক্রম করে পার্বত্য চট্টগ্রামে অধিকার আদায়ের
জন্য যে কোন চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে আমরা প্রস্তুত থাকবো। পরে তিনি কাউন্সিল অধিবেশন
সমাপ্ত করেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।