Kalbela News | RSS Feed
গোপালগঞ্জে পুলিশ কর্তৃক হত্যার পর গাড়িতে উঠানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় দৃশ্য শেয়ার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা দৃশ্যটির ফ্যাক্টচেক করেছে রিউমর স্ক্যানার।
বুধবার (১৬ জুলাই) এ দৃশ্যটির ফ্যাক্টচেক প্রকাশ করা হয়।
রিউমর স্ক্যানার জানিয়েছে, জনতা কর্তৃক ছিনতাইয়ের অভিযোগে ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে মুমূর্ষ অবস্থায় পুলিশের কাছে হস্তান্তরের একটি পুরোনো ভিডিও ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে আজ গোপালগঞ্জে পুলিশ কর্তৃক হত্যার পর গাড়িতে উঠানোর দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ক্যাটল ক্লাব নামের একটি পেজে জয়ের শেয়ার করা ভিডিওটি গত ৪ জুন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ভাদুঘর বাস স্ট্যান্ড গরুর বাজারে এক সিন্তাকারীকে ধরে গণধোলাই দেওয়া হয়েছে এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে রিউমর স্ক্যানারের এ পোস্টে নেটিজেনরা নানা নেতিবাচক মন্তব্য করেছেন। অনেকে বিভিন্নভাবে সজীব ওয়াজেদ জয়কে উপহাসও করেছেন।
উল্লেখ্য, দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি অংশ হিসেবে ১৬ জুলাই গোপালগঞ্জ পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় পুলিশ বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীকে রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়তে দেখা গেছে।
এ সময় নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীকে এনসিপি নেতাদের নিয়ে পিছু হটতে দেখা গেছে।
১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করছে দলটি।