চ্যানেল আই অনলাইন
রাজধানীতে পুলিশের ওপর হামলার প্রতিবাদে এবং গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তারসহ ‘ফ্যাসিবাদের দোসরদের’ গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আজ (১২ মার্চ) বুধবার রাত ১টায় বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ মিছিল শুরু করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সে সময় ২৪ ঘণ্টার মধ্যে লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবি জানান তারা।
পরে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন, ২০১৩ সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল তারা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। পুলিশের ওপর হামলা চালাচ্ছে তারা।