পুলিশ হত্যা মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

BD-JOURNAL

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক এমপি আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যায় তকে এনায়েতপুর আমলী আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৫ পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন এবং এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন ইয়াজদানী।

এর আগে দুপুর ২টার দিকে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করে যৌথ বাহিনী।

ফারুক হোসেন জানান, পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে যৌথ বাহিনীর একটি দল সাবেক মন্ত্রী বিশ্বাসকে আটক করে। এরপর তাকে জেলা সদরের সেনা ক্যাম্পে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাকে পুলিশ হত্যাকাণ্ডের মামলায় আসামি হিসেবে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ নিয়েছেন।

এর আগে, বিকেলে সিরাজগঞ্জ জেলা সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল নাহিদ-আল-আমীন জানান, যৌথ বাহিনী লতিফ বিশ্বাসকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ওসি মো. রওশন ইয়াজদানী বলেন, লতিফ বিশ্বাসকে আটকের পর সিরাজগঞ্জে নেওয়া হয়। তারপর তাকে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৫ পুলিশ সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলার সমৃদ্ধ (এজাহার নামীয় নয়) আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে ওই মামলার তদন্ত কর্মকর্তা তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। এরপর তাকে সন্ধ্যার দিকে আদালতে পাঠানো হয়।

জানা গেছে, এনায়েতপুর থানায় পুলিশ হত্যা মামলার ঘটনা ঘটে ৪ আগস্ট। ঘটনার প্রায় ৫ মাস পর ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার হলেন সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস। ওই মামলায় স্থানীয় আওয়ামী লীগের ৪ নেতাসহ অজ্ঞাতপরিচয়ে আরও সাড়ে ছয় হাজার জনকে আসামি করা হয়। সম্প্রতি ওই মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় উপজেলা চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরের বড় ভাই মান্নান ফকিরকে।

বাংলাদেশ জার্নাল/এফএম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *