চ্যানেল আই অনলাইন
রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ভারী ট্রাকের পেছনে দ্রুতগামী একটি প্রাইভেটকার প্রচণ্ড বেগে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা ৩ আরোহী গুরুতর আহত হন।
গত ৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
সেনাবাহিনী জানায়, ওই ঘটনায় পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। তারা আহতদের দ্রুত ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে প্রাথমিক চিকিৎসা দেয় এবং দ্রুত হাসপাতালে পাঠায়। একইসঙ্গে দুর্ঘটনাকবলিত গাড়িটি যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরসহ সংশ্লিষ্ট সকল কার্যক্রম দক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সম্পন্ন করে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জান-মাল রক্ষা এবং যে কোন পরিস্থিতিতে সর্বসাধারণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানায় সেনাবাহিনী।