Google Alert – বাংলাদেশ
অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে তৃষ্ণার হ্যাটট্রিক গোলও আছে।
আজ শুক্রবার (৮ আগস্ট) ভিয়েনতিয়েনের নিউ লাওস ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দুই অর্ধে প্রতিপক্ষের জালে চারটি করে গোল দেন আফাঈদারা।
আজ শুরু থেকেই পূর্ব তিমুরকে চাপে রাখে বাঘিনীরা। ম্যাচের ২০ মিনিটে বাংলাদেশ প্রথম গোলের দেখা পায়। স্বপ্না রানীর কর্নার থেকে পাওয়া বল মাথায় ছুয়ে জালে জড়ান সিনহা জাহান শিখা।
ঠিক ১২ মিনিট পর এক কর্নার কিক থেকে সরাসরি গোল করেন শান্তি মার্ডি। একে বলা হয় অলিম্পিক গোল। চার মিনিট পর ম্যাচের ৩৬ মিনিটে শান্তির কর্নার থেকে গোল করেন ফরোয়ার্ড নবিরন খাতুন। শেষদিকে তৃষ্ণা রানীর গোলে ৪-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ফূর্ব তিমুরের জারে আরও চারটি বল জড়ায় বাংলাদেশ। ম্যাচের ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তৃষ্ণা রানী। ৭৩ মিনিটে তিমুরের এক ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে একক প্রচেষ্টায় এক গোল করেন সাগরিকা। ৮৩ মিনিটে সাগরিকার পাসে হ্যাটট্রিক গোল করেন তৃষ্ণা রানী। ম্যাচের শেষ মুহূর্তে মুনকি আক্তারের গোলে স্কোর দাঁড়ায় ৮-০।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে বাংলাদেশ। সাগরিকা দুই গোল আর মুনকি আক্তার করেন এক গোল।
১০ আগস্ট গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা তিনটি রানার্স-আপ দল এশিয়ান কাপের মূল পর্বে যাবে।
(ঢাকাটাইমস/৮আগস্ট/মোআ)