Samakal | Rss Feed
পেহেলগামে গোয়েন্দা ব্যর্থতার তীব্র সমালোচনা প্রিয়াঙ্কা গান্ধীর
বিশ্ব
অনলাইন ডেস্ক 2025-07-30
ভারতের কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুর অভিযান নিয়ে দেশটির পার্লামেন্টে তীব্র বিতর্ক হয়েছে। গতকাল মঙ্গলবার ভারতীয় পার্লামেন্টে এ নিয়ে বিতর্কে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের অন্যতম নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী পেহেলগামে গোয়েন্দা ব্যর্থতার জন্য সরকারের তীব্র সমালোচনা করেছেন। পেহেলগামের মতো জনপ্রিয় পর্যটনস্থলে কীভাবে গোয়েন্দা ব্যর্থতা ঘটল এবং কেন সেই জায়গাটি সম্পূর্ণ অরক্ষিত ছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
পেহেলগামে হামলায় ২৬ জনের মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করে প্রিয়াঙ্কা বলেন, সরকার যতই অপারেশন চালাক না কেন, পেহেলগামে সেদিন কোনো নিরাপত্তা ছিল না, এটাই সত্য। এই চরম সত্যকে সরকার কোনো দিন লুকাতে পারবে না। প্রতিরক্ষামন্ত্রী এক ঘণ্টা ধরে কথা বলেছেন। শাসক দলের অন্য সাংসদরাও বক্তব্য দিয়েছেন। অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদ, জাতীয় নিরাপত্তা, ইতিহাস, সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু একটা বিষয় এড়িয়ে যাওয়া হয়েছে। ২০২৫ সালের ২২ এপ্রিল ২৬ জন মানুষ যখন তাদের পরিবারের সামনে নিহত হলেন, সেই হামলা কীভাবে হলো, কেন হলো?
ভারত সরকার বারবার দাবি করেছে, কাশ্মীরে সন্ত্রাসবাদ শেষ হয়ে গেছে এবং মানুষকে উপত্যকায় ঘুরতে যাওয়ার পরামর্শ দিয়েছে। তার পরও কেন হামলা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা। তিনি কেন্দ্রীয় সরকারের কাছে সরাসরি জবাবদিহি দাবি করে বলেন, কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি এবং কীভাবে এমন নৃশংসতা ঘটল, যেখানে পর্যটকরা সম্পূর্ণ অসহায় ছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে প্রিয়াঙ্কা বলেন, এই দেশের সব মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারের– প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর। এটা তারা কোনো দিন অস্বীকার করতে পারবেন না। অমিত শাহ পেহেলগাম ঘটনার দুই সপ্তাহ আগে কাশ্মীরে গিয়েছিলেন। সেখান থেকে দাবি করেন, ভূস্বর্গ সন্ত্রাসবাদমুক্ত হয়েছে। তাহলে ফের হামলা হলো কীভাবে?
এদিকে কাশ্মীরে সেনা অভিযানে নিহতরাই পেহেলগামকাণ্ডের হামলাকারী বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার লোকসভায় অপারেশন সিঁদুরের ওপর আলোচনার শুরুতেই এই দাবি করে তিনি বলেন, গত সোমবারের অভিযানে নিহত তিনজনই পেহেলগাম হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। সোমবারের অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন মহাদেব’। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, নিহতদের ঘাঁটি থেকে পেহেলগামে ব্যবহৃত অস্ত্র পাওয়া গেছে। নিহতদের পরিচয়পত্রও পাওয়া গেছে, যা থেকে বোঝা গেছে, ওই তিন জঙ্গি পেহেলগামের হামলাকারী।
গত সোমবার ওই তিন জঙ্গি সরকারি ফৌজের সঙ্গে সংঘর্ষে মারা যান। তিনজনের নামও অমিত শাহ জানিয়ে দিয়েছেন। তারা হলেন– সুলেমান, জিবরান ও আফগান।
গাজা ইস্যুতে মোদির নীরবতা লজ্জাজনক ও কাপুরুষতা : সোনিয়া গান্ধী
কংগ্রেসের সাবেক সভানেত্রী ও কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান সোনিয়া গান্ধী ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা ও হামলা প্রসঙ্গে ভারত সরকারের দৃষ্টিভঙ্গিরও কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলার মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা হতাশাজনক ও লজ্জাজনক। ভারতকে অবশ্যই গাজার জনগণের পক্ষে একটি স্পষ্ট এবং সাহসী অবস্থান নিতে হবে।
হিন্দি ‘দৈনিক জাগরণ’ পত্রিকায় গতকাল প্রকাশিত এক প্রবন্ধে সোনিয়া এসব কথা বলেন। তিনি লেখেন, গাজায় মানবতার ওপর এই আঘাতে মোদি সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যা ভারতের সংবিধানিক মূল্যবোধের সঙ্গে কাপুরুষোচিত বিশ্বাসঘাতকতা। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস যেভাবে বর্বর আক্রমণ চালায় সেটাও কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তবে বর্তমান পরিস্থিতিতে গাজার সাধারণ মানুষের ওপর ইসরায়েল সরকারের প্রতিশোধমূলক হামলাগুলো চরম মাত্রার অপরাধ। খবর এনডিটিভি ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।