প্রথম আলো
আল জাজিরার সাংবাদিক উমর মেহরাজ জানান, ‘তীর্থযাত্রীরা প্রথমে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তবে, এখন তাঁরা আশ্বস্ত। কারণ বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা বেশ শক্তিশালী।’ তিনি বলেন, ‘এবারের তীর্থযাত্রা আরও বেশি সতর্কব্যবস্থা ও প্রযুক্তিনির্ভর। প্রায় ৬০০ অতিরিক্ত আধাসামরিক ইউনিট মোতায়েন করা হয়েছে। এটি এ পর্যন্ত সবচেয়ে বেশি নিরাপত্তা-বেষ্টিত যাত্রা।’
উত্তর প্রদেশ থেকে আগত মুনেশ্বর দাস শাস্ত্রী বলেন, ‘কোনো ভয় নেই। আমাদের সেনাবাহিনী পাহারা দিচ্ছে। কেউ আমাদের দিকে চোখ তুলেও তাকাতে পারবে না।’
তীর্থযাত্রা উপলক্ষে ভারত সরকার এবার ৪৫ হাজার সেনা মোতায়েন করেছে, যারা উচ্চপ্রযুক্তির নজরদারি ব্যবস্থার মাধ্যমে পুরো যাত্রাপথ পর্যবেক্ষণ করছেন।
কাশ্মীর পুলিশের প্রধান ভি কে বার্দি বলেন, ‘তীর্থযাত্রা যেন নিরাপদ ও নির্বিঘ্ন হয়, তা নিশ্চিত করতে আমরা বহুস্তরবিশিষ্ট ও সুসংগঠিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।’
নিরাপত্তা জোরদারে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি), চেহারা শনাক্তকরণ যন্ত্র (ফেসিয়াল রিকগনিশন), তল্লাশি চৌকি এবং প্রতি ১০০ মিটার পরপর একটি করে আধাসামরিক ক্যাম্প বসানো হয়েছে।