প্রকৃত সুবিধাবঞ্চিতদের সেবা নিশ্চিতে জোর প্রধান উপদেষ্টার

Google Alert – প্রধান উপদেষ্টা

পুরাতন কাঠামো সংস্কার ও ডিজিটাল স্বচ্ছতা বৃদ্ধি করে বয়স্ক আর কন্যাশিশুদের সেবায় অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।


সোমবার তার বাসভবন যমুনায় সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বয়স্ক ভাতায় অনিয়ম, সেকেলে প্রশাসনিক মডেল ও সেবা পাওয়ার সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন।


সরকারপ্রধান বলেন, এই মন্ত্রণালয় এখনও ২০১৩ সালের পুরোনো মডেলে চলছে। একে জরুরি ভিত্তিতে আধুনিকায়ন করতে হবে। ভুল তথ্য ছড়িয়ে পড়ায় মানুষ বিভ্রান্ত হচ্ছে, চাপ ও ধন্দে পড়ছে। সুবিধাবঞ্চিতদের সঠিক তালিকা করে বাস্তবভিত্তিক সমাধান বের করতে হবে।


অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে সুবিধাবঞ্চিতদের সহায়তার অসম বণ্টন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।


তিনি বলেন, “রাজনৈতিক প্রভাবে অনেকেই অযোগ্য হয়েও ভাতা পেয়েছে। এই পক্ষপাতিত্ব বন্ধ করতে হবে।”


বয়স্ক ভাতায় জালিয়াতি রোধে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের সঙ্গে মিলিয়ে ভাতা বিতরণ কার্যক্রমের সুপারিশ করেন মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এনআইডির ভিত্তিতে বয়স অনুযায়ী ভাতা প্রদানই প্রতারণা রোধের কার্যকর উপায়।


মন্ত্রণালয়ের কর্মসূচির মাধ্যমে মেয়েদের ক্ষমতায়নে গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “যদি কোনো দক্ষতা উন্নয়ন কর্মসূচি থাকে, সেখানে মেয়েশিশুদের অগ্রাধিকার দিতে হবে। তাদের জন্য আলাদা গুরুত্ব দেওয়া প্রয়োজন।”


সেবা সহজলভ্য ও স্বচ্ছ করতে ডিজিটাল রূপান্তরের ওপর জোর দিয়ে তিনি বলেন, “মন্ত্রণালয়কে একটি মোবাইল অ্যাপ চালু করতে হবে, যেখানে সব সেবা ও তথ্য একত্রে পাওয়া যাবে। মানুষকে তথ্যের অভাবে ভুগতে দেওয়া যাবে না।”


বৈঠকে সমাজসেবা উপদেষ্টা শারমিন এস মুরশিদ, এসডিজি সমন্বয়কারী সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *