প্রতিপক্ষকে ফাঁসাতে ভাতিজাকে হত্যা

RisingBD – Home


নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ৬ সেপ্টেম্বর ২০২৫  


প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামের যুবদল নেতা সালমান খন্দকারকে হত্যা করেছিলেন তারই চাচা। শনিবার লোহাগড়া থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এক প্রেস ব্রিফিয়ে এ তথ্য জানিয়েছেন।

সালমান হত্যা মামলায় জড়িত শিপন শেখ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ। শিপন শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের চালিঘাট গ্রামের বুরাক শেখের ছেলে।

প্রেস ব্রিফিয়ে ওসি শরিফুল ইসলাম জানান, সালমান হত্যা মামলায় জড়িত নয়ন কাজীকে সম্প্রতি তদন্তে তথ্য প্রযুক্তির সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে উপজেলার চালিঘাট গ্রামে অভিযান চালিয়ে সালমান হত্যায় জড়িত শিপন শেখকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে শিপন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু (দুই দিকে ধারালো) উদ্ধার করা হয়। 

জিজ্ঞাসাবাদে শিপন শেখ জানিয়েছে, সালমানের গ্রামে একটি হত্যা মামলা বিচারাধীন ছিল। ওই মামলায় প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে সালমানের আপন চাচা রিপনসহ অন্যান্যরা তাকে হত্যার পরিকল্পনা করে। সালমানকে হত্যা করতে রিপন ও নয়ন অর্থের প্রলোভন দেখায় শিপনকে। পরিকল্পনা অনুযায়ী, ঘটনার দিন রাতে সালমানকে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসেন তার চাচা রিপন। সেখানে ৮ থেকে ৯ জন দুর্বৃত্ত মিলে সালমানকে কুপিয়ে হত্যা করে।

ওসি শরিফুল ইসলাম জানান, শিপন শেখের বিরুদ্ধে আগের একটি মামলা রয়েছে।  এছাড়া হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

৯ মে সকালে উপজেলার শামুকখোলা গ্রামের কাউলিডাঙ্গা বিল থেকে সালমান খন্দকার নামে এক যুবদল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১১ মে সালমানের ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

 


এস এম শরিফুর ইসলাম/শাহেদ 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *