প্রতিযোগিতামূলক ক্রীড়া আয়োজন সুস্থ জাতি গঠনে সহায়তা করবে

RisingBD – Home

ইনানীতে সেনাপ্রধান










কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৫  

মেরিন ড্রাইভ সাইক্লিং রেইস ২০২৫ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে শুক্রবার সকালে যোগ দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান


শারীরিক কার্যক্রম ও প্রতিযোগিতামূলক ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখতে সাহায্য করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের ইনানীতে ‘মেরিন ড্রাইভ সাইক্লিং রেইস ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “মেরিন ড্রাইভ অত্যন্ত সুন্দর একটি স্থান। এই নৈসর্গিক পরিবেশে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

‘রাইড ফর গ্লোরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় মেরিন ড্রাইভ সাইক্লিং রেইস ২০২৫। এই প্রতিযোগিতায় ২৬ জন নারী ও ৩৭৪ জন পুরুষসহ মোট ৪০০ জন দেশি-বিদেশি সাইকেলিস্ট অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে সেনাবাহিনী প্রধান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় ছয়টি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা হয়। বিজয়ীরা হলেন- প্রফেশনাল (১৩-৪৪ বছর) ১১০ কিলোমিটার বিভাগে নারী বিভাগ থেকে কর্পোরাল শিল্পী খাতুন, পুরুষ বিভাগ থেকে মিজানুর রহমান। অ্যামেচার (১৩-৪৪ বছর) ৫৫ কিলোমিটার বিভাগে নারী বিভাগ থেকে লরা তুররিনি ও পুরুষ বিভাগ থেকে সৈয়দ মুবিন বিজয়ী হন।

সেনাপ্রধান বলেন, “তরুণ প্রজন্মের সুস্থ জীবনযাপনে উৎসাহ দিতে এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হবে। কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে।”

তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদেশিদের বিশেষভাবে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে কক্সবাজার এরিয়া কমান্ডার ও রামু সেনানিবাসের জিওসি, কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহউদ্দিনসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের অভিজ্ঞ বিচারকরা প্রতিযোগিতা আয়োজন ও মূল্যায়নে সার্বিক সহায়তা করেন।

ঢাকা/তারেকুর/মাসুদ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *