Google Alert – সশস্ত্র
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে একটি হামলা পরিচালনা করে। এই হামলায় প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হয় এবং হামাসের যোদ্ধারা প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়েই হালিভার এমন বিতর্কিত মন্তব্য। কথোপকথনে হালিভা ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের উচ্ছেদের ঘটনার কথাও স্মরণ করিয়ে দেন। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের পুনরায় গণহারে বাস্তুচ্যুত করা প্রয়োজন, যাতে তারা ইসরায়েলিদের হত্যার পরিণাম বুঝতে পারে।
উল্লেখ্য, আহারোন হালিভা হামাসের ৭ অক্টোবরের হামলা প্রতিরোধে ব্যর্থতার দায় স্বীকার করে ২০২৪ সালের এপ্রিল মাসে তার পদ থেকে সরে দাঁড়ান।
ডিবিসি/এফএইচআর