Google Alert – পার্বত্য অঞ্চল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল্ড ডেভেলপমেন্ট ফোরামকে (এনইউএসডিএফ) কাজ করতে হবে রাজধানীর বাইরে দেশের প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলোতে। এ সব প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী কর্মদক্ষতার ওপর প্রশিক্ষণ দিতে হবে।
শনিবার রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ও এনইউএসডিএফের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এ অনুষ্ঠানে এ এস এম আমানুল্লাহ এ কথা বলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক (ভারপ্রাপ্ত) রাজ বিন কাসেম এবং এনইউএসডিএফের প্রেসিডেন্ট রিয়াজ হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের কাজে এনইউএসডিএফকে সহায়তা দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ ক্ষেত্রে এনইউএসডিএফের কার্যক্রমে স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর।
সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, উচ্চ শিক্ষা গ্রহণরে পর শিক্ষার্থীরা যাতে বেকার না থাকে সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার, বিওয়াইএলসি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, কোয়ালিশন ডেভেলপমেন্ট কমিউনিকেশন সোসাইটি এবং ইউনিসেফ বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক সই করা হয়েছে। এখন এর সঙ্গে যুক্ত হলো এনইউএসডিএফ।
চুক্তি অনুযায়ী এনইউএসডিএফ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের চাকরিভিত্তিক কর্মদক্ষতা বাড়াতে তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন ধরণের প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স-এআই, ইন্টারনেট অব থিংস-আই্ওটি, ডেটা সায়েন্স, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজার গৌতম বড়ুয়া, ইউনিসেফ বাংলাদেশের কনসালটেন্ট ইস্তানুল কবীর, এনইউএসডিএফের ভাইস প্রেসিডেন্ট জাহিদুল হোসাইন এবং জেনারেল সেক্রেটারি তাফহীম আউয়াল মজুমদার প্রিসিলা উপস্থিত ছিলেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।