Google Alert – বাংলাদেশ
ছবি: বাফুফে
এএফসি অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-১ সমতায় রয়েছে বাংলাদেশ। জয় বা ড্র পেলেই মূলপর্ব নিশ্চিত হবে বাংলাদেশ দলের।
র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা কোরিয়ার বিপক্ষে দারুণ শুরু করেছে বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় স্বাগতিকরা। সতীর্থের দীর্ঘ পাস ধরে কোরিয়ার ডিফেন্স ভেদ করে বক্সে ঢুকে পড়েন সাগরিকা, কিন্তু প্রতিপক্ষের আগুয়ান গোলরক্ষককে ফাঁকি দিতে ব্যর্থ হন।
১৫ মিনিটে আসে গোল। তৃষ্ণা রানীর পাস থেকে বক্সের ভেতর বল পান শান্তি মার্ডি। তার শট ফিরিয়ে দেন কোরিয়ার গোলরক্ষক হেইবেন, কিন্তু ফিরতি বলে আলতো টোকায় দলকে এগিয়ে দেন সাগরিকা।
তবে আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। ১৯ মিনিটে কোরিয়ার চো ইয়ং ডি-বক্সে ফাঁকা জায়গা পেয়ে গোল করে ম্যাচ সমতায় ফেরান।
প্রথমার্ধের শেষদিকে (৪৪ মিনিটে) শিখার দূরপাল্লার শট সহজেই ধরে ফেলেন কোরিয়ার গোলরক্ষক। বাংলাদেশের হাই-লাইন ডিফেন্স সামলাতে কোরিয়াকে বেশ কষ্ট পেতে হয়েছে।
এই ছন্দ দ্বিতীয়ার্ধেও বজায় থাকলে সিনিয়র দলের পর অনূর্ধ্ব–২০ দলও এশিয়ান কাপের মূলপর্বের টিকিট পাবে।
এআর/এমএইচএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।