প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকির অভিযোগে একজন গ্রেফতার

Bangla Tribune

ফেসবুকে রক্তমাখা ছুরি দেখিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আলমগীর হোসেন (৪৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। 

শনিবার (২৮ জুন) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাফতনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ফটিকছড়ি থানা পুলিশ। গ্রেফতার আলগমীর হোসেন উপজেলার জাফতনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মহসিনের বাড়ির মৃত ছুন্নু মিয়ার ছেলে।

এর আগে, শুক্রবার (২৭ জুন) রাতে আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত আলমগীর হোসেন ফেসবুক লাইভে এসে রক্তমাখা একটি ছুরি নিয়ে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেন। এ ছাড়াও অশ্লীল ভাষায় গালাগাল করতেও দেখা গেছে তাকে। সেই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। পরে শনিবার সকাল ৮টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ফেসবুক লাইভে রক্তমাখা একটি ছুরি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার হুমকি দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেটি থানা পুলিশের নজরে আসার পর শনিবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ফটিকছড়ি থানায় হওয়া একটি বিস্ফোরক মামলায় আদালতে পাঠানো হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *