Bangla Tribune
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার (৩১ মার্চ) বিকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। রাজনীতিবিদ, চাকরিজীবী, সরকারি কর্মকর্তা, সেনা কর্মকর্তা, বিদেশি কূটনীতিকসহ নানা পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদ, বিশেষ সহকারীরা, হাই রিপ্রেজেন্টিভরা ছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, আন্দোলনে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
এছাড়া রাজনীতিবিদদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ এলডিপি’র চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের আমির আবদুল বাসিত আজাদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজসহ আরও অনেকে।
বিদেশি কূটনীতিকদের মধ্যে ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া সরকারের বিভিন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।