চ্যানেল আই অনলাইন
জুলাই সনদ ঘোষণার সাথে সাথে নির্বাচন কমিশন কবে তফসিল ঘোষণা করবে সে সব বিষয় প্রধান উপদেষ্টা দ্রুত জানাবেন বলে দাবি করে জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ এ দাবি জানান।
শনিবার (২৬ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে ১৪ রাজনৈতিক দলের বৈঠকে ৮ দফা বিশিষ্ট এক লিখিত প্রস্তাবনায় এসব দাবি উত্থাপন করে এনডিএম।
ববি হাজ্জাজ স্বাক্ষরিত এনডিএম’র প্রস্তাবিত দাবি সমূহের মধ্যে রয়েছে: নির্বাচন বিষয়ক ব্রিফিং এর জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারকে সরকারের মুখপাত্র ঘোষণা করা। জুলাই সনদ ঘোষণার সাথে সাথে নির্বাচন কমিশন কবে তফশিল ঘোষণা করবে তা নির্ধারণ করা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মনিটরিং সেল গঠন করা। উপদেষ্টাদের ১ বছরের পারফরম্যান্স এর খতিয়ান উপস্থাপন করা।
এছাড়াও রয়েছে, নির্বাচনী পরিবেশ ঘোলাটে হয় এমন বক্তব্য-বিবৃতি প্রদান থেকে বিরত থাকতে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া। নির্বাচনী আচরণ সংক্রান্ত অভিযোগ বা পর্যবেক্ষণ দ্রুততম সময়ে সমাধান করা। বিতর্কিত প্রস্তাবিত নির্বাচনী আইন এবং আচরণবিধি অধ্যাদেশ আকারে পাশ না করা। স্পর্শকাতর সরকারি সিদ্ধান্ত গ্রহণ এবং প্রকাশের আগে রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করা।
বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন, জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মার্কসবাদী বাসদের সমন্বয়ক মাসুদ রানা এবং জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দী।