CHT NEWS
নিজস্ব প্রতিনিধি, সিএইচিটি নিউজ
মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
বন্যার্তদের
সহায়তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দশ
লক্ষ টাকা জমা দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
গতকাল সোমবার
(৭ অক্টোবর ২০২৪) দুপুর ২টায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর
সাবেক সভাপতি সুনয়ন চাকমা, বর্তমান সভাপতি অঙ্কন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা
ঢাকার মোহাম্মদপুরস্থ সোনালী ব্যাংক পিএলসি সাতমসজিদ রোড শাখায় প্রধান উপদেষ্টার ত্রাণ
ও কল্যাণ তহবিলে (হিসাব নং : ০১০৭৩৩৩০০৪০৯৩) এই অর্থ জমা দেন।
উল্লেখ্য, গত
আগস্ট মাসে ফেনীসহ সারাদেশে ভয়াবহ বন্যা দেখা দিলে বন্যার্তদের সহায়তার জন্য ইউপিডিএফ
সংগঠক অংগ্য মারমার নেতৃত্বে গণসংগঠনের সমন্বয়ে ৭ সদস্য বিশিষ্ট একটি ত্রাণ উত্তোলন
কমিটি গঠন করা হয়। কমিটি গত ২৫ আগস্ট থেকে
৫ সেপ্টেম্বর পর্যন্ত ৩২,৩৭,৮৫৭/- (বত্রিশ লক্ষ সাঁইত্রিশ হাজার আটশত সাতান্ন টাকা)
উত্তোলন করে।
গতকাল উত্তোলিত
উক্ত অর্থ থেকে ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে
এবং দেশের উত্তরাঞ্চল শেরপুর ও ময়মনসিংহ জেলায় বন্যাকবলিত মানুষদের সাহায্যার্থে
২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা দেয়া হয়েছে। বাকী ২০,৩৭,৮৫৭ টাকা ইউপিডিএফের স্থায়ী
ত্রাণ তহবিলে গচ্ছিত রয়েছে, যা পরে বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জরুরী ত্রাণ সহায়তায় ব্যবহার করা
হবে।
![]() |
শেরপুর ও ময়মনসিংহ এলাকায় বন্যার্তদের সাহায্যার্থে “আদিবাসী শিক্ষার্থীবৃন্দ”র উদ্যোগে ত্রাণ উত্তোলনকারী টিমের হাতে দুই লক্ষ টাকা তুলে দিচ্ছেন সুনয়ন চাকমা ও অঙ্কন চাকমা। |
যারা ইউপিডিএফের
আহ্বানে সাড়া দিয়ে বন্যার্তদের সাহায্যার্থে এগিয়ে এসে পার্টির ত্রাণ তহবিলে আর্থিক
সাহায্য প্রদান করেছেন অংগ্য মারমা তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
ইউপিডিএফের
প্রচার ও প্রকাশনা বিভাগে দায়িত্বরত নিরন চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য
জানানো হয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।