Sarabangla | Breaking News | Sports | Entertainment
ঢাকা: ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত ‘জুলাই ঘোষণাপত্র’-কে স্বাগত জানিয়েছে বিএনপি। সেইসঙ্গে ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছে দলটি।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে বিএনপির গুলশান কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণ পরবর্তী প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এদিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া, একইদিন রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্তের কথাও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই ঘোষণাপত্র আমরা রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা মনে করি, এ বিষয়ে সবাই একমত হবে। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের মাধ্যমে গণঅভ্যুত্থানের শহিদরা যথাযথ স্বীকৃতি পাবে। সেইসঙ্গে জুলাই যোদ্ধারাও মর্যাদাপূর্ণ জায়গায় থাকতে পারবেন। তাই এ দু’টি বিষয়কেই আমরা স্বাগত জানাচ্ছি।’
প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণের পরিপ্রেক্ষিতে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে, অর্থাৎ রমজানের আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেবেন। কমিশন সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবে বলে আমরা আশাবাদী। আমরা এই ঘোষণার জন্য অপেক্ষা করছিলাম, সারা জাতি অপেক্ষা করছিল।’
বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন নিয়ে যে দোদুল্যমানতা ছিল, সেটা আর রইল না। জাতি এখন নির্বাচনমুখর পরিবেশের মধ্য দিয়ে এগোবে।’ তিনি প্রত্যাশা করেন আগামীতে যে নির্বাচন হবে, সেটি বিশ্বের মধ্যে একটি প্রশংসনীয় নির্বাচন হবে। আর সেই লক্ষ্যে সমগ্র জাতি ও রাজনৈতিক দলগুলোকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন আরও বলেন, ‘আমরা মনে করি, এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে। কোনো অস্থিতিশীল পরিস্থিতি আর থাকবে না। সবকিছুই গতিশীল থাকবে।’