Independent Television
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বৈঠকের বিষয়ে কিছু জানা নেই। আমিও পত্রিকায় দেখেছি। গুজব-গুঞ্জন নিয়ে বলার কিছু নেই, বিচলিত হওয়ার মতো কিছু হয়নি। তবে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার মধ্যে সাক্ষাৎ রুটিন কাজ।’
আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইন উপদেষ্টা।
এ সময় আইন উপদেষ্টা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর বিচার বিবেচনার প্রতি আস্থা আছে সরকারের। নানা কারণে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকলেও প্রয়োজনে তাদের মধ্যে ঐক্য দেখা যাবে বলেই সরকার আশা করে। মতভেদ থাকলেও তা দূর হয়ে যাবে বলে আশা করি। ফেব্রুয়ারিতে নির্বাচন করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।’
নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান অধ্যাপক ড. আসিফ নজরুল। এ ছাড়া তিনি আরও জানান, জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন দাবি করা এনসিপির রাজনৈতিক বক্তব্য।
আইন উপদেষ্টা বলেন, ‘গণঅভ্যুত্থানের পর বিভিন্ন অস্থিরতার প্রেক্ষিতে মাঝে মাঝে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। আবার ঠিকও হয়ে যায়। গেল এক বছরে মাঝে মাঝে এমন পরিস্থিতি হয়েছে, আবার ঠিকও হয়ে গেছে।’