প্রশান্ত মহাসাগরের দিকে উড়াল দিয়েছে বি-২ স্টিলথ বোমারু বিমান

jagonews24.com | rss Feed

ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বি-২ স্টিলথ বোমারু বিমান দেশটির পশ্চিম উপকূল থেকে প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

বি-২ বোমারু বিমান ৩০ হাজার পাউন্ড ওজনের বাঙ্কার-বাস্টার বোমা বহন করতে পারে। এই বিমান দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছেন।

বি-২ স্পিরিট বিমান তৈরি করেছে নর্থরোপ গ্রুমম্যান। রাডার দিয়ে সহজে একে শনাক্ত করা যায় না। প্রচলিত ও নিউক্লীয় উভয় প্রকার বোমা বহন ও বর্ষণ করতে সক্ষম বি-২ স্পিরিট। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ২০টি বি-২ স্পিরিট পরিচালনা করছে।

স্নায়ুযুদ্ধকে সামনে রেখে এই বিমানগুলো নির্মাণ করা হলেও, পরবর্তীসময় বিমানগুলো ১৯৯৯ সালের কসোভো যুদ্ধে সাইবেরিয়াতে এবং ইরাক যুদ্ধ ও ২০০১ সালের আফগান যুদ্ধেও ব্যবহৃত হয়েছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *