Google Alert – কেএনএফ
ছবি: স্টার
“>
ছবি: স্টার
প্রায় তিন বছর পর আগামী ১ অক্টোবর থেকে বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং পাহাড়চূড়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।
আজ শনিবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি একথা জানান।
তিনি বলেন, দুর্গাপূজার ছুটি সামনে রেখে পর্যটক ও পর্যটন-সংশ্লিষ্টদের অনুরোধ এবং জেলার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি উন্নতির কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, আইনশৃঙ্খলা বিষয়ে বিদ্যমান নিয়মকানুন মেনে পর্যটকেরা সেখানে ভ্রমণ করতে পারবেন।
জেলার আবাসিক হোটেল-মালিক সমিতির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন বলেন, গত ৬ জুন বগালেক, থানচির তিন্দু ও তমাতুঙ্গি এলাকায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও পর্যটকদের সবচেয়ে আকর্ষণীয় ও জনপ্রিয় স্পট কেওক্রাডং খুলে দেওয়া হয়নি। কেওক্রাডং খুলে দেওয়া হলে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। তিনি থানচির রেমাক্রী, নাফাখুমও খুলে দেওয়ার দাবি জানান।
জেলা প্রশাসক জানান, রেমাক্রী ও নাফাখুম এলাকায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও বিবেচনায় রয়েছে। সেখানকার সার্বিক পরিস্থিতি অনুকূলে এলে এই এলাকার সব পর্যটন স্পটগুলোও খুলে দেওয়ার চিন্তাভাবনা আছে।
২০২২ সালে অক্টোবর থেকে পাহাড়ে ‘কেএনএফ’ ইস্যুকে কেন্দ্র করে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা নিয়ে জেলার রুমা, থানচি, রোয়াংছড়ি আলীকদমে পর্যটন স্পটগুলোতো পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করা হয় এবং পরবর্তীতে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। প্রায় আড়াই বছর পর গত ৬ জুন জেলার রোয়াংছড়ি দেবতাকুম, রুমার বগালেক, থানচির তমাতুঙ্গী, তিন্দুর রাজাপাথর পর্যন্ত পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়।