Google Alert – সশস্ত্র
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যের একটি মসজিদে ফজরের নামাজের সময় সশস্ত্র হামলায় অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার (স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টা) মালুমফাশি প্রশাসনিক এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালানো হয়।
স্থানীয় গ্রামপ্রধান ও একটি হাসপাতালের কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরবেলা নামাজের সময় মুসল্লিরা মসজিদে জড়ো হলে বন্দুকধারীরা হঠাৎ মসজিদের ভেতরে ঢুকে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই বহু মানুষ হতাহত হন।
তবে এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের হামলার ঘটনা নিয়মিত ঘটছে। এসব অঞ্চলে প্রায়ই পশুপালক ও কৃষকদের মধ্যে জমি ও পানির সীমিত সম্পদ নিয়ে সংঘর্ষ হয়।
চলতি বছরের জুন মাসে উত্তর-মধ্য নাইজেরিয়ার বেনু রাজ্যের ইয়েলওয়াটায় এমন এক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওই ঘটনার পর নাইজেরিয়া সরকারের প্রতি প্রায় প্রতিদিনকার এই রক্তপাত বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিল।
রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে কাটসিনার রাজ্য কমিশনার নাসির মু’আজু জানান, মঙ্গলবারের হামলার পর উঙ্গুয়ান মানতাউ এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্ষাকালে হামলাকারীরা প্রায়ই ফসলের আড়ালে লুকিয়ে থেকে এমন হামলা চালায় বলে জানান তিনি।
বিশ্লেষক ও নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের এই কৃষক-পশুপালক সংঘর্ষ এখন আরও প্রাণঘাতী রূপ নিচ্ছে এবং আরও বেশি সংখ্যক পশুপালক এখন অস্ত্র ধারণ করছে।