Samakal | Rss Feed
ফরিদপুরের ‘শীর্ষ সন্ত্রাসী’ গোলাম নাছিরকে ঢাকায় গণধোলাই, গ্রেপ্তার করল পুলিশ
সারাদেশ
ফরিদপুর অফিস 2025-08-09
ফরিদপুরের অন্যতম ‘শীর্ষ সন্ত্রাসী’ জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাছিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১১টায় তাকে ফরিদপুরের আদালতে নেওয়া হলে আদালত তাকে জেল হাজতে পাঠান। এর আগে গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর পল্লবীতে স্থানীয় জনতা গোলাম নাছিরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান সমকালকে জানান, পল্লবী থানা পুলিশের সহযোগিতায় ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ শনিবার ভোরে গোলাম নাছিরকে ফরিদপুরে নিয়ে আসে। ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে তাকে ফরিদপুরের ১নং আমলি আদালতে পাঠায় পুলিশ।
ওসি বলেন, পল্লবীতে শুক্রবার দুপুরে স্থানীয় জনতা আসামি নাছিরকে গণধোলাই দিয়ে পল্লবী থানা পুলিশে সোপর্দ করে। পরে রাতে খবর পেয়ে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশের একটি দল পল্লবী থানায় যায়। সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ আসামিকে ফরিদপুরের ১নং আমলী আদালতে পাঠালে আদলত আগমী ১৮ আগষ্ট শুনানি হবে উল্লেখ করে তাকে ফরিদপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ফরিদপুর জেলার সবচেয়ে আলোচিত ব্যক্তি গোলাম নাছির (৫২)। তিনি ফরিদপুরে ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি তার বাহিনী নিয়ে হামলায় অংশ নেন। আন্দোলন চলাকালে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচিতেও দলবল নিয়ে অংশ নিতেন। তার বিরুদ্ধে ঢাকা, ফরিদপুর কোতয়ালী ও ভাঙ্গায় ছাত্র হত্যা ও হামলাসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
আরও জানা যায়, গত বছরের ৩ ও ৪ আগস্ট ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে নাছিরের নেতৃত্বে সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পালিয়ে যান এই ক্যাডার। হামলায় আহতদের পক্ষ থেকে সম্প্রতি ফরিদপুর কোতোয়ালি থানায় দুটি মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের অধিগ্রহণকৃত জমির অবকাঠামোর ক্ষতিপূরণের ৮৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইউনিয়নের তৎকালীন সভাপতি জুবায়ের জাকির ও সাধারণ সম্পাদক গোলাম নাছিরের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ১ নভেম্বর ফরিদপুরের ভাঙ্গা থানায় মামলাটি করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হক।
স্থানীয়দের অভিযোগ, পলাতক থাকা অবস্থায় ভোল পাল্টে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি, এমন একটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি হামলায় অংশ নেওয়া ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পুলিশের তালিকাভুক্ত গোলাম নাছির। শুধু নাছির একা নন, অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা গেছে জেলা শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি মো. জুবায়ের জাকিরকে। পুলিশ খুঁজে না পেলেও, এমন একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে দেখে অবাক হয়েছেন সংশ্লিষ্টরা।