ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীর উপর হামলার প্রতিবাদ গণতান্ত্রিক ছাত্র জোটের

CHT NEWS


ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৩১ মে ২০২৫

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীর ওপর বিএনপি কর্মীদের হামলার
প্রতিবাদ ও হামলকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে গণতান্ত্রিক
ছাত্র জোট।

আজ শনিবার (৩১ মে ২০২৫) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ছাত্র জোটের
নেতৃবৃন্দ এ প্রতিবাদ ও দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গতকাল ৩০ মে ফরিদপুরে বিএনপির নেতাকর্মীরা বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের নেত্রী বৈশাখী ইসলাম বর্ষার উপর সন্ত্রাসী হামলা চালানোর ঘটনা সামাজিক
যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে। উক্ত সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুততম
সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয় বিবৃতিতে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এদেশের জনগণ সন্ত্রাসের
রাজনীতির পরিসমাপ্তি দেখতে চেয়েছিলো। কিন্তু বাস্তবে তা ঘটে নাই বরং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
এবং চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে হামলা করার মাধ্যমে সারাদেশে সন্ত্রাস
এবং ত্রাসের রাজনীতিকেই সামনে নিয়ে আসে। হামলা এবং সন্ত্রাসের রাজনীতি থেকে পিছিয়ে
নেই বিএনপি এবং তার অঙ্গসংগঠনসমূহ। ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীর
উপর সন্ত্রাসী হামলার মাধ্যমে তারা নিজেদের পুরোনো সন্ত্রাসী চরিত্রকেই সামনে নিয়ে
আসছে।

নেতৃবৃন্দ আরও বলেন, “ফরিদপুরের বৈশাখী ইসলাম বর্ষার উপর হামলাকারী সকলকে
গ্রেফতার এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। গ্রেফতার করতে হবে চট্টগ্রাম এবং রাজশাহী
বিশ্ববিদ্যালয়ে হামলাকারীদেরকেও। একইসাথে আমরা অন্তর্বর্তী সরকারকে সারাদেশে নারীদের
উপর চলমান নির্যাতন নিপীড়ন এবং দেশজুড়ে চলমান সন্ত্রাস এবং নৈরাজ্যের ঘটনার বিরুদ্ধে
শক্তিশালী অবস্থান গ্রহণ করার উদ্যোগী ভূমিকা পালন করার দাবি জানাই।”

বিবৃতিতে স্বাক্ষর করেন গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক এবং বিপ্লবী ছাত্র
মৈত্রীর সভাপতি দিলীপ রায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার, সমাজতান্ত্রিক
ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল
হক নিশান, বিপ্লবী ছাত্র যুব-আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি তাওফিক প্রিয়া, বৃহত্তর পার্বত্য
চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের
সভাপতি মিতু সরকার।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *