ফর্টিস এবার হারিয়ে দিল মোহামেডানকে, কিংস ড্র করলো পিডব্লিউডির সঙ্গে

দেশ রূপান্তর

গাম্বিয়ান পা ওমর বাবুর করলেন জোড়া গোল। তাতেই বিবর্ণ চ্যাম্পিয়ন মোহামেডান। বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিক ফর্টিস এফসি’র কাছে ২-০ গোলে হেরে শুরু হলো সাদা-কালোদের বাংলাদেশ ফুটবল লিগ শিরোপা ধরে রাখার অভিযান।

গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে শুরুটা ভালো হয়নি বসুন্ধরা কিংসেরও। শুরুতে দুই গোলে এগিয়ে গেলেও পাঁচবারের শিরোপাধারীদের পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য করেছে দীর্ঘ দিন পর শীর্ষ লিগে ফেলা পিডব্লিউডি। ম্যাচটা শেষ হয়েছে ২-২ গোলে। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে স্বাগতিক ব্রাদার্স ইউনিয়নকে ১-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি।

এই তিন ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ ফুটবল লিগের প্রথম রাউন্ডের খেলা। জাতীয় দলের এশিয়ান কাপ বাছাই পর্ব ও বসুন্ধরা কিংসের এএফসি চ্যালেঞ্জ লিগের খেলার জন্য বড়সড় বিরতিতে যাচ্ছে লিগ। 

বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্থ ছিল গোলশূণ্য। গত লিগের শিরোপাজয়ী মোহামেডানের সঙ্গে খেলাটা ছিল ষষ্ঠস্থান পাওয়া ফর্টিসের। অথচ শুরু থেকেই মোহামেডানের চোখে চোখ রেখে খেলতে দেখা গেছে ফর্টিসকে। ম্যাচের ৬১ মিনিটে বাঁ পায়ের আচমকা শটে ফর্টিসকে এগিয়ে নেন গাম্বিয়ান স্ট্রাইকার পা ওমর বাবু। প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে দারুণ পাস বাড়িয়েছিলেন বদলী সাজেদ হাসান জুম্মন। বল পেয়ে জায়গা করে নিয়ে বক্সের ঠিক ওপর থেকে বাঁ পায়ের জোড়ালো শটে মোহামেডান কিপার সুজন হোসেনকে পরাস্ত করেন ফর্টিস অধিনায়ক।

৭৯ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান পা ওমর বাবু। নিজেদের অর্ধ্ব থেকে ওমর বাবু লম্বা থ্রু ফেলেন রিয়াজ সাগরের কাছে। বাঁ দিক দিয়ে রিয়াজ আক্রমণে উঠেছিলেন। পোস্ট ছেড়ে বের হয়ে এসে সুজন চেষ্টা করেন তাকে রুখতে। তবে রিয়াজ সামলে নিয়ে ওমর বাবুকে কাটব্যাক দেন রিয়াজ। তাতে ওরম বাবুর বাঁ পায়ের ভলি জালে জড়ালে জয় নিশ্চিত হয় ফর্টিসের।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামের মাঠের অবস্থা ভীষণ নাজুক। বাজে মাঠে তাই প্রত্যাশিত ফুটবল খেলতে পারেনি মৌসুম সূচণাকারী চ্যালেঞ্জ লিগ জয়ী বসুন্ধরা কিংস। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যাওয়ার পরও তারা তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ম্যাচের ১৩ মিনিটে পিডব্লিউডি’র গোলকিপার অনিক আহমেদ ভুলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ডান দিক থেকে আক্রমণে উঠে ছোট ডি-বক্সে ক্রস ফেলেছিলেন রাকিব। কিপার সেটা আয়ত্বে নিতে পারেননি। তার গ্লাভস গলে বল বের হয়ে গেলে সুযোগ সন্ধানী ডরিয়েলটন গোমেজ ঠান্ডা মাথায় বল পোস্টে পাঠান। প্রথমার্ধের যোগ করা সময়ে অপ্রস্তুত পিডব্লিউডি’র রক্ষণভাগের দুর্বলতা কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল আহমেদ ফাহিম। গোলকিক থেকে বল পেয়ে যান সাদ উদ্দিন। বাঁ দিক থেকে দ্রুত থ্রু বাড়ান এই ফেলটব্যাক। ফাহিম ছুটে গিয়ে বলের নিয়ন্ত্রন নিয়ে আক্রমনে উঠে যান। দুই মার্কারকে পেছনে ফেলেন। এরপর গোলকিপারকে কাটিয়ে ফাঁকা পোস্টে বল জমা করেন এই ফরোয়ার্ড। 

ম্যাচের ৫৮ মিনিটে আরমান ফয়সাল আকাশের শট আনিসুর রহমান জিকো রুখে দিয়েছিলেন। ফিরতি বলে সোহানুর রহমান সোহান শট নিতে যাওয়ার আগেই তাকে ফাউল করেন সোহেল রানা। রেফারির পেনাল্টির বাঁশি বাজান। তা থেকে গোল করে ব্যবধান কমান আকোবির তুরায়েব। 

৭২ মিনিটে পিডব্লিউডিকে দারুণ গোলে সমতা এনে দেন আরমান ফয়সাল আকাশ। সোহানুর রহমানের থ্রু পাস ডান দিকে ধরে দ্রুত আক্রমণে উঠে আড়াআড়ি পাস বাড়িয়েছিলেন মিনহাজুল করিম স্বাধীন। বসুন্ধরা কিপার আনিসুর রহমান এগিয়ে এসে বলের আয়ত্বে নিতে পারেননি। তাকে ফাঁকি দিয়ে বল নিয়ে ডান পায়ের প্লেসিংয়ে গোল করেন আকাশ। এই গোলেই লিগ শুরুর দ্বিতীয় দিনে বড় অঘটনের জন্ম দেয় পিডব্লিউডি।

মুন্সিগঞ্জে ৪৩ মিনিটে ব্রাদার্সের বিপক্ষে পুলিশের জয় নিশ্চিত হয় ব্রাজিলিয়ান পাওলো হেনরিকের একমাত্র গোলে।  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *