চ্যানেল আই অনলাইন
আগস্ট পরবর্তী সময়ে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বিসিবি পরিচালক হন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। পরে বোর্ড পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন। বছর না গড়াতেই ফারুক আহমেদকে সভাপতির পদ থেকে অপসারণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। তার স্থলাভিষিক্ত হয়েছেন আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির শীর্ষ পদ থেকে ফারুককে সরানোর কারণ ব্যাখ্যা করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
শনিবার বিকেলে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সেখানে সাংবাদিকদের প্রশ্নে বিসিবি সভাপতি রদবদলের বিষয়টি ব্যাখ্যা করেছেন। জানিয়েছেন, জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্সে অবনতির কারণেই অপসারণ করেছেন ফারুক আহমেদকে।
বলেছেন, ‘প্রথমত এটা যেভাবে যাচ্ছে, এটা কোনো শাস্তি বা এ রকম কিছু নয়। বিগত ৯ মাসে বিসিবিতে নতুন নেতৃত্ব আসার পর যে প্রত্যাশা ছিল সেটা হয়নি। এই সরকার আসার পর বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ জিতে আসল। এর পর থেকে ক্রিকেটে আমরা ক্রমশ অবনমন দেখছি। আমাদের তো বিচার করতে হবে পারফরম্যান্স দিয়ে, সেই পারফরম্যান্স আশানুরূপ নয়।’
ফারুকের মনোনয়ন প্রত্যাহারের পেছনে বিপিএল অব্যবস্থাপনাকে বড় অংশে দায়ী করেছেন ক্রীড়া উপদেষ্টা। বলেছেন,‘বিপিএলে দুর্বার রাজশাহী যাদের টিম দেয়া হয়েছে, আমরা আমাদের শঙ্কার কথা জানিয়েছিলাম…একধরনের ব্যক্তি সিদ্ধান্তে সেই টিমটা দেয়া হয়েছে। আপনারা জানেন, সরকারকে পর্যন্ত খেলোয়াড়দের বেতন দেয়া, হোটেলের টাকা দেয়ার জন্য জড়াতে হয়েছে। একটা বিব্রতকর পরিস্থিতি তখন তৈরি হয়েছিল। বিপিএল কেন্দ্রিক এই পরিস্থিতি জন্য ফাইনালে মাননীয় প্রধান উপদেষ্টাকেও আমরা আনতে পারিনি। এটা আমাদের জন্য, বোর্ডের জন্য একটা লজ্জাজনক। অনেকগুলো অনিয়ম ও দায়িত্বে অবহেলার কারণে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, সেগুলোতে ফারুক ভাইয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।’
বিসিবির বাকি বোর্ড পরিচালকদের সঙ্গে ফারুকের টিমওয়ার্ক হচ্ছিল না জানিয়েছেন আসিফ মাহমুদ। বলেছেন, ‘ক্রিকেট একটা টিম, বিসিবিতে টিম হয়নি। বাকি যারা আছেন, তারা কেউই স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না, ক্রমাবনতির এটাও বড় কারণ। বিসিবির আরজি (পরিচালকদের অনাস্থা) ও বর্তমান পরিস্থিতি, সত্যানুসন্ধান রিপোর্ট সব মিলিয়ে একটা সিদ্ধান্তে আমাদের আসতে হয়েছে। কোনো দুর্নীতির প্রমাণ নয়, পারফরম্যান্সের কারণেই তাকে সরানো হয়েছে।’