ফিফটির খাতা খুললেন পারভেজ

Google Alert – বাংলাদেশ

স্কোর: বাংলাদেশ ৯৬/২ (১৫ ওভার)

প্রথম ওয়ানডেতে নিজের অভিষেক ঠিকমতো রাঙাতে পারেননি পারভেজ। দ্বিতীয় ওয়ানডেতে সামর্থ্যের প্রমাণ দিলেন ভালোভাবে। সহজাত ব্যাটিংয়ে মেলে ধরলেন নিজেকে।  

সতীর্থ তানজিদকে হারানোর পর দলের হাল ধরে প্রতি আক্রমণে গিয়ে রান তুলেছেন। তাতে চোখের নিমিষেই তুলে নিয়েছেন ফিফটি। যা তার আন্তর্জাতিক ওয়ানডেতে প্রথম মাইলফলক। 

স্পিনার আসালাঙ্কাকে ১৪তম ওভারে ছক্কা-চার উড়িয়ে ফিফটিতে পৌঁছান পারভেজ। ৪৬ বলে ফিফটিতে পৌঁছাতে ৫ চার ও ৩ ছক্কা মেরেছেন। ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারবেন পারভেজ?

বাজে শটে ফিরলেন শান্ত

শুরুর ধাক্কা সামলে শান্ত ও পারভেজ বেশ ভালোভাবে দলকে এগিয়ে নিচ্ছিলেন। ওভারপ্রতি ৬ করে রান তুলছিলেন। শ্রীলঙ্কার জন্য যা ছিল মাথা ব্যথার কারণ। 

দুই বাঁহাতি ব্যাটসম্যান ব্যাটিংয়ে থাকায় শ্রীলঙ্কার অধিনায়ক আসালাঙ্কা বোলিংয়ে আসেন। অফস্পিনারই দলকে পাইয়ে দিলেন কাঙ্খিত ব্রেক থ্রু। শান্ত তার শর্ট বল উড়াতে গিয়ে ওয়াইড লং অনে ক্যাচ দেন। সেখানে অনেকটা পথ দৌড়ে দারুণ ক্যাচ নেন থিকসেনা। 

শান্তর আউটে ভাঙল ৫৫ বলে ৬৩ রানের জুটি। ১৯ বলে ১৪ রান করেছেন বাঁহাতি ব্যাটসম্যান।

উইকেটে নতুন ব্যাটসম্যান তাওহীদ হৃদয়। 

জুটির পঞ্চাশে দলকে এগিয়ে নিচ্ছেন পারভেজ-শান্ত

১০ রানে উদ্বোধনী জুটি ভেঙে যায় তানজিদের আউটে। দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ।

হাল ধরেছেন পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত। নবম ওভারের চতুর্থ বলে ইনিংসের দ্বিতীয় ছক্কা হাঁকান পারভেজ। চামিরার শর্ট বল শর্ট মিড উইকেট দিয়ে বাউন্ডারিতে পাঠান। ওই ছক্কায় বাংলাদেশের দলীয় রান পঞ্চাশ পেরিয়ে যায়।

শুরুর ধাক্কা সামলে নিয়ে শান্ত ও পারভেজ দলকে এগিয়ে নিচ্ছেন।তাদের জুটির রান এরই মধ‌্যে পঞ্চাশ পেরিয়েছে। পাওয়ার প্লে’ কাজে লাগিয়ে ৬৫ রান তুলেছে বাংলাদেশ। অষ্টম, নবম ও দশম ওভারে যথাক্রমে রান এসেছে, ৮, ১১ ও ১০।  

শুরুতেই হাল ছেড়ে দিলেন তানজিদ

মাঠে নেমে শুরুতেই ধাক্কা হজম করতে হলো বাংলাদেশকে। ফর্মে থাকা ওপেনার তানজিদ হাসান তামিম সাজঘরে ফিরলেন শুরুতে।

পেসার আসিথা ফার্নান্দোর বল জায়গায় দাঁড়িয়ে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে মেন্ডিসের হাতে ক্যাচ দেন তানজিদ। ১১ বলে ৭ রানে থেমে যায় তার ইনিংস।

প্রথম ম্যাচে ৬২ রানের ঝকঝকে ইনিংস খেলে দলকে জয়ের লড়াইয়ে রেখেছিলেন তানজিদ। আউট হয়েছিলেন বাজে সময়ে। আজও ইনিংসের শুরুতেই তার মূল্যবান উইকেট হারাল বাংলাদেশ।

উইকেটে নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।  

ব্যাটিংয়ে বাংলাদেশ, লিটন-তাসকিন নেই

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ সময় বিকেল ৩টায় কলম্বোতে ম্যাচটি শুরু হয়েছে।

টস

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। তাসকিন আহমেদ ও লিটন দাস নেই। দলে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারী এবং হাসান মাহমুদ। 

বাংলাদেশ একাদশ 

তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

দুটি পরিবর্তনও হয়েছে শ্রীলঙ্কা একাদশে। দুনিথ ওয়েলাগে ও দুশমন্ত চামিরা ফিরেছেন। 

শ্রীলঙ্কা একাদশ

নিশান মাদুস্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েলাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, দুশমন্ত চামিরা ও আসিথা ফার্নান্ডো।

সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

নাটকীয় ব্যাটিং ধসে প্রথম ওয়ানডেতে বিব্রতকর পরাজয় মেনে নিয়েছে বাংলাদেশ। বোলারদের নৈপূণ্যে বাংলাদেশ লক্ষ্য নাগালে রেখেছিল। এরপর লক্ষ্য তাড়ায় ভালো জবাবও দিয়েছিল। কিন্তু, মাত্র ৫ রানে ৭ উইকেট হারিয়ে তালগোল পাকানো পারফরম্যান্সে ম্যাচটি স্রেফ শ্রীলঙ্কাকে উপহার দিয়ে আসে বাংলাদেশ। আজ সিরিজ বাঁচানোর লড়াই। হারলেই সিরিজ খোয়া যাবে। জিতলে টিকে থাকবে। মিরাজ অ্যান্ড কোং ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার বিষয়। 

দশ বছরে সবচেয়ে বাজে অবস্থা বাংলাদেশের

ফল হওয়া শেষ সাত ওয়ানডেতে কোনো জয় নেই বাংলাদেশের। শেষ দশ বছরেও ওয়ানডেতে এমন অবস্থা কাটেনি বাংলাদেশের। ফল হওয়া ম্যাচগুলো পর্যালোচনা করে দেখা যায়, ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে একই বছরের ২৫ আগস্ট পর্যন্ত মোট ১২ ম্যাচ হেরেছিল বাংলাদেশ। যার নয়টিই ঘরের মাঠে। তিনটি দেশের বাইরে। এরপর ওয়ানডে ক্রিকেটে এমন পরাজয়ের মিছিল আর ছিল না বাংলাদেশের। এতটা খারাপ অবস্থাও কখনো আসেনি।

গত বছর আফগানিস্তানের বিপক্ষে শারজাহতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় পায়। তৃতীয় ওয়ানডেতে আবার হার। এরপর পরাজয়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত ও নিউ জিল্যান্ডের কাছে হার। শেষ ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে। দলের যেই পারফরম্যান্স ছিল তাতে বাজি ধরার লোক থাকার কথা না। বৃষ্টি ‘বাঁচিয়ে’ দেয় বাংলাদেশকে। এরপর গতকাল কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে চরম নাটকীয় পরাজয়। ৭ রানে ৫ উইকেট হারিয়ে বিব্রতকর হারকে সঙ্গী করে বাংলাদেশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *