ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম,

Bangla News


বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) চলতি মাসের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। একই সঙ্গে ইসরায়েল সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপেরও ঘোষণা দিয়েছে দেশটি।

খবর আল জাজিরার

বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে লিখেছেন— ‘জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম এবং ইসরায়েল সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ’


তিনি জানান, ইসরায়েলের বিরুদ্ধে ১২ দফা ‘কঠোর নিষেধাজ্ঞা’ কার্যকর করা হবে। এর মধ্যে রয়েছে— দখলকৃত বসতি থেকে আমদানি নিষিদ্ধ করা এবং ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয় নীতিমালা পুনর্বিবেচনা করা।


প্রেভো বলেন, ফিলিস্তিনে বিশেষ করে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এর আগে জুলাইয়ের শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা করেছিলেন, ফ্রান্সও ইউএনজিএ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এরপর একাধিক দেশ একই ঘোষণা দেয়, যদিও কিছু দেশ শর্তসাপেক্ষে স্বীকৃতির কথা বলেছে।


জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে পর্যন্ত ১৪৭টি দেশ (সদস্য রাষ্ট্রের প্রায় ৭৫ শতাংশ) ফিলিস্তিনকে ইতিমধ্যেই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।


বেলজিয়ামের এ ঘোষণা এসেছে এমন সময়ে, যখন ইসরায়েলের গাজা হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৩ হাজার ৪৫৯ জন নিহত এবং ১ লাখ ৬০ হাজার ২৫৬ জন আহত হয়েছেন।


এছাড়া, গত জুলাইয়ে বেলজিয়ান প্রসিকিউটররা গাজায় সংঘটিত নৃশংসতায় জড়িত থাকার অভিযোগে দুই ইসরায়েলি সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠিয়েছিলেন।  


এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed