Google Alert – সেনা
ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনিদের ওপর নজরদারিতে মাইক্রোসফটের ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিষেবা ব্যবহার করে থাকতে পারে—এমন অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি তাদের কিছু পরিষেবা বন্ধ করে দিয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান, ইসরায়েলি প্রকাশনা +৯৭২ ম্যাগাজিন এবং লোকাল কল-এর যৌথ অনুসন্ধানী প্রতিবেদনের পর এই পদক্ষেপ নেওয়া হয়। আগস্টে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েলি সেনারা গাজা ও পশ্চিম তীরে লক্ষ লক্ষ ফিলিস্তিনির ওপর নজরদারি চালাতে মাইক্রোসফটের আজুর (Azure) ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করছে।
প্রাথমিকভাবে মাইক্রোসফট এই অভিযোগ অস্বীকার করলেও আগস্টের প্রতিবেদনের পর প্রতিষ্ঠানটি একটি বাহ্যিক পর্যালোচনা শুরু করে। বৃহস্পতিবার মাইক্রোসফটের ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ কর্মীদের উদ্দেশ্যে ব্লগপোস্টে জানান, যোগাযোগ রেকর্ড ও আর্থিক বিবৃতির পর্যালোচনায় কিছু অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। যদিও তিনি নির্দিষ্ট তথ্য প্রকাশ করেননি, তবে নিশ্চিত করেন যে, ইসরায়েলি সেনারা আজুর ক্লাউড ও এআই পরিষেবা ব্যবহার করছিল।
স্মিথ বলেন, ‘আমরা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছি, মাইক্রোসফটের নির্দিষ্ট সাবস্ক্রিপশন ও পরিষেবা, যার মধ্যে কিছু ক্লাউড স্টোরেজ ও এআই প্রযুক্তি রয়েছে, তা বন্ধ করা হয়েছে।’ তিনি আরও জানান, যাতে এসব প্রযুক্তি বেসামরিক জনগণের ওপর গণ-নজরদারিতে ব্যবহার না হয়, সেটিই এই পদক্ষেপের মূল লক্ষ্য। এর আগে মে মাসে একই অভিযোগ উঠলে মাইক্রোসফট দাবি করেছিল, তাদের পরিষেবা ফিলিস্তিনিদের টার্গেট করতে ব্যবহার হচ্ছে—এমন কোনো প্রমাণ নেই।
আজুর প্ল্যাটফর্ম ক্লাউড-ভিত্তিক স্টোরেজ এবং শক্তিশালী এআই সুবিধা দেয়, যা বিপুলসংখ্যক ফোনকল রেকর্ড, প্রতিলিপি, অনুবাদ ও বিশ্লেষণের সুযোগ তৈরি করে। আগস্টের অনুসন্ধানে জানা যায়, ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা ইউনিট ৮২০০-এর তৎকালীন প্রধান ইয়োসি সারিয়েল ২০২১ সালের শেষ দিকে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে বৈঠক করেছিলেন।
ওই বৈঠকে আজুর ব্যবহার করে বিপুল পরিমাণ সংবেদনশীল গোয়েন্দা তথ্য সংরক্ষণের বিষয়ে আলোচনা হয়। এরপর ইউনিট ৮২০০ নতুন একটি গণ-নজরদারি টুল তৈরি করে, যা ২০২২ সাল থেকে গাজা ও পশ্চিম তীরের লাখ লাখ ফিলিস্তিনির কল ও টেক্সট নজরদারিতে ব্যবহার হচ্ছে। যদিও এর আগেও ইসরায়েল এ ধরনের কর্মকাণ্ড চালিয়েছে, তবে এআই-চালিত এই ব্যবস্থা নজরদারির সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, মাইক্রোসফটের সিদ্ধান্ত শর্তাবলী মেনে চলার দিক থেকে বড় পদক্ষেপ হলেও এর প্রভাব সীমিত। কারণ শুধু নির্দিষ্ট সাবস্ক্রিপশন বাতিল করা হয়েছে, অন্য মাইক্রোসফট পণ্য ইসরায়েলি সেনারা ব্যবহার করতে পারবে।
এর আগেই মাইক্রোসফটের ইসরায়েল-সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় চাকরি হারানো কর্মী হোসাম নসর বলেছেন, এটি ‘একটি নজিরবিহীন জয়’, তবে যথেষ্ট নয়। তার ভাষায়, ‘মাইক্রোসফট কেবল একটি ইউনিটের জন্য সীমিত কিছু পরিষেবা বন্ধ করেছে, কিন্তু সেনাদের সঙ্গে তাদের বড় অংশীদারিত্ব অক্ষত রয়েছে।’ অন্যদিকে ইসরায়েলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এই সিদ্ধান্তে সেনাবাহিনীর কার্যক্ষমতার কোনো ক্ষতি হবে না।
সূত্র: আল জাজিরা