ফেনীতে ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে বিয়ের প্রলোভন, অবশেষে পুলিশের হাতে আটক

Google Alert – সেনাবাহিনী

ফেনীতে ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে বিয়ের প্রলোভন, অবশেষে পুলিশের হাতে আটক

ফেনীর পরশুরাম পৌরসভা এলাকার ইসমাইল হোসেন পিন্টু (৩৮) নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। অবশেষে পুলিশের হাতে আটক হয়েছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন পিন্টু স্থানীয় এক নারীকে বিয়ের প্রলোভনে ফাঁদে ফেলার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর ফেনীর লেমুয়া ইউনিয়নের তেরোবাড়িয়া এলাকা থেকে বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে। 

গতকাল ২৬ সেপ্টেম্বর লেমুয়া ইউনিয়নের তেরোবাড়িয়া এলাকা থেকে বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে পিন্টুকে আটক করা হয়। আটকের সময় তার পরনে সেনাবাহিনীর পোশাক ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তিনি সেনাবাহিনীর কর্মকর্তা নন এবং প্রতারণার উদ্দেশ্যে সেনা কর্মকর্তার পরিচয় দিয়ে আসছিলেন।

তার হেফাজতে সেনা বাহিনীর একাধিক পোশাক-সরঞ্জাম রয়েছে বলে স্বীকার করলে পুলিশ তার ছাগলনাইয়া উপজেলার মধুপুরস্থ ভাড়া বাসায় অভিযান চালিয়ে সেনাদের ইউনিফর্ম, সরঞ্জাম ও ভুয়া সিল-স্ট্যাম্প উদ্ধার করে।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে: ৩ সেট সেনা ইউনিফর্ম, দুটি জ্যাকেট, BD Army লেখা গেঞ্জি ও ট্রাউজার, হেলমেট, বুট, ব্যারেট ক্যাপ, ফিল্ড ক্যাপ, গোল ব্যাজ, ভুয়া মেজর পদবির সিল, চট্টগ্রাম ক্যান্টনমেন্টের নাম ব্যবহার করা সিল, সেনাবাহিনীর প্রশিক্ষণ কার্ড লেখা ডায়েরি, মেডেল, খাম, ভাঙা TECNO Spark 6Go মোবাইলসহ আরও বেশ কিছু সামগ্রী।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ইসমাইল হোসেন পিন্টু সেনা পোশাক পরে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতেন। এসব ছবি ব্যবহার করে বিভিন্ন নারীকে প্রলোভনে ফেলে অর্থ আদায় করতেন।

ঘটনার পর ফেনী মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই সুবল চন্দ্র নাথের ওপর।

স্বদেশ প্রতিদিন/এমএম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *