ফেনী সীমান্তে নারী-শিশুসহ ১৩ বাংলাদেশিকে পুশইন করলো বিএসএফ

Google Alert – পার্বত্য অঞ্চল

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মটুয়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

আজ শুক্রবার (৩০ মে) সকালে এ ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে থানায় হস্তান্তর করে।

আটকদের মধ্যে ছয় শিশু এবং তিন নারী রয়েছেন। জানা গেছে, তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা এবং বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে বৃহস্পতিবার ভোরে বিএসএফ সদস্যরা তাদের প্রথমে হাত-পা ও চোখ বেঁধে সীমান্তে নিয়ে আসে। পরে মটুয়া সীমান্তের ২১৯৪-৪-এস পিলার এলাকায় হাত-পায়ের বাঁধন খুলে কৌশলে বাংলাদেশে পুশইন করে। এসময় তারা মটুয়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে অবস্থান করছিল। খবর পেয়ে বিজিবির ছাগলনাইয়া বিওপির একটি টহল দল তাদের আটক করে।

বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, আটককৃতদের ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিএসএফের কোম্পানি কমান্ডারকে মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে এবং লিখিত প্রতিবাদপত্র পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, এর আগেও ২২ মে ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ৩৯ বাংলাদেশিকে পুশইন করেছিল বিএসএফ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *