ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত, একজনের মরদেহ ভারতে

Jamuna Television

ফাইল ছবি।

স্টাফ করেসপনডেন্ট, ফেনী:

ফেনীর পরশুরাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পরশুরাম বাঁশপদুয়া এলাকার ইউসুফ মিয়ার ছেলে জাকির হোসেন মিল্লাত ও একই এলাকার গাছি মিয়ার ছেলে মো. লিটন। এদের মধ্যে লিটনের মরদেহ ভারতের বিলোনিয়ার হাসপাতালে রয়েছে। এ ঘটনায় মো. আফসার নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয়দের বরাতে বিজিবি জানায়, পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করায় বিএসএফ তাদেরকে গুলি করে। তবে ভুক্তভোগী পরিবারের দাবি তারা মাছ ধরতে মধ্যরাতে সীমান্তের বাঁশপদুয়া এলাকায় গিয়েছিল।

ফেনী-৪ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিল্লাত, লিটন ও আফসারসহ কয়েকজন বাঁশপদুয়া এলাকায় যায়। এ সময় চোরাচালানী সন্দেহে বিএসএফ তাদের গুলি করে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হওয়ার পর মো. আফসার ও মিল্লাত বাংলাদেশে অভ্যন্তরে ঢুকে যায়। আর লিটন ভারত অংশে পড়ে থাকে।

তিনি আরও জানান, পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় মিল্লাত মারা যায়। আর ভারতের বিলোনিয়া হাসপাতালে নেয়ার সময় লিটন মারা যায় বলে জানতে পেরেছি। নিহত লিটনের মরদেহ ভারতে থেকে আনার চেষ্টা চলছে।

/আরএইচ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *