ফেব্রুয়ারিতেই ছাত্র-তরুণদের দল ঘোষণা | Amar Bangla BANGLADESH

Amarbangla Feed

ফেব্রুয়ারির মধ্যেই রাজনৈতিক দলের ঘোষণা দেবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠন দুটির নেতারা তা নিশ্চিত করেছেন।


বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহে সপ্তাহব্যাপী কর্মসূচি বিষয়ক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ তথ্য জানান। এছাড়া, ছাত্রনেতারা নিজেদের ফেসবুক আইডি, পেজেও এ তথ্য জানিয়েছেন।


সংবাদ সম্মেলনে নয়া রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহে সপ্তাহব্যাপী কর্মসূচি তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনৈতবক দল গঠনের প্রক্রিয়ায় সাধারণ মানুষের কাছে ফিরে যেতে চান তারা। ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’- এই স্লোগানে নেওয়া হবে জনমত। ন্যূনতম ১ লাখ মানুষের মতামত নেওয়ার জন্য এই কর্মসূচি পালন করবে তারা।


জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, এই প্রচারণার মাধ্যমে তারা সরাসরি ১ লাখ মানুষের কাছে পৌঁছাবে। দলের নাম, মার্কা ঠিক করা হবে প্রশ্নোত্তরের মাধ্যমে।


সরকারে থাকা উপদেষ্টাদের মধ্যে কেউ দলে যোগ দিতে চাইলে পদ ছাড়তে হবে বলেও উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। নতুন দল গঠনে বিভিন্ন বিষয়ে মতামত চেয়ে ইতোমধ্যে অনলাইনে গুগল ফর্ম ছেড়েছে ছাত্র-তরুণরা।


এতে জানানো হয়, রিকশাচালক, দোকানদার, দিনমজুর, গৃহকর্মী, শিক্ষক, ঝাড়ুদার ও সর্বস্তরের এক লাখের বেশি মানুষের সঙ্গে যুক্ত হয়ে নতুন রাজনৈতিক দলের ভবিষ্যতের দিকনির্দেশনার বিষয়ে তাদের মতামত চাওয়া এই কর্মসূচির লক্ষ্য। নতুন দলটি কিছু মানুষের নয়, অনেকের কণ্ঠস্বর হতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যারা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার দ্বারা বাদ পড়েছে তাদের প্রতিনিধিত্ব করবে। সকল নাগরিকের কথা শোনার মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আকাঙ্ক্ষা ধারণ করে ছাত্ররা।


আমারবাঙলা/জিজি

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *