‘ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ড. ইউনূসের পরিণতি হাসিনার চেয়ে ১০ গুণ খারাপ হবে’

Google Alert – ইউনূস

‘ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ড. ইউনূসের পরিণতি হাসিনার চেয়ে ১০ গুণ খারাপ হবে’

প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১১:৩৫ পিএম আপডেট: ১৭.০৮.২০২৫ ১২:১৭ এএম

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পরিণতি শেখ হাসিনার চেয়ে দশ গুণ খারাপ হবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঘাটাইলে ঐতিহাসিক মাকড়াই দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

কাদের সিদ্দিকী বলেন, “জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন ঘটেছে। কিন্তু যদি শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায় হয়, আমি বেঁচে থাকতে লড়াই করব। আইন অনুযায়ী বিচার করুন, শাস্তি দিন, আমি মাথা দিতে প্রস্তুত। শেখ মুজিব ও শেখ হাসিনা এক নয়। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন ‘জয় বাংলা’ থাকবে।”

ড. ইউনূসকে তিনি উদ্দেশ্য করে বলেন, “আমি তাকে সম্মান করতাম। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে, দেখেছেন। আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে সব সরকারের মোকাবেলা করেছে। যদি আমি দাঁড়াতাম না, গ্রামীণ ব্যাংকের অর্ধেক ধ্বংস হয়ে যেত। আপনার এক বছরের শাসন আমি হৃদয় থেকে নিতে পারছি না। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে এবং নির্বাচন সম্পন্ন না হলে, আপনার পরিণতি শেখ হাসিনার চেয়ে দশ গুণ খারাপ হবে।”

মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গে তিনি বলেন, “মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেবেন না। তাদের সম্মানী এক লাখ টাকা হওয়া উচিত। তবে এ বছরই আমি দাবি করছি, এটি কমপক্ষে ৫০ হাজার টাকা হোক। আমরা ভিক্ষা চাই না, সম্মান চাই। মুক্তিযুদ্ধের সময় জীবন বিনিয়োগ করা এক কঠিন বিষয় ছিল।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *