ফের ইতিহাস, অনূর্ধ্ব–২০ এশিয়ান নারী কাপের মূল পর্বে বাংলাদেশ

Google Alert – বাংলাদেশ

বাংলাদেশের নারী ফুটবলারদের সাফল্যের ধারা অব্যাহত। গত মাসে প্রথমবারের মতো এশিয়া কাপে জায়গা করে নিয়েছিলেন ঋতুপর্ণারা। এবার সেই ধারাবাহিকতায় আফিদা খন্দকারের অনূর্ধ্ব–২০ দলও পৌঁছে গেছে এশিয়ার চূড়ান্ত পর্বে।

এএফসি অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ৩২ দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়। আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্স–আপ আগামী বছর থাইল্যান্ডে খেলবে মূল পর্বে। বাংলাদেশ আট গ্রুপের সেরা রানার্স–আপদের মধ্যে তৃতীয় হয়ে নিশ্চিত করেছে মূল পর্ব।

রবিবার (১০ আগস্ট) গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারত বাংলাদেশ। তবে ম্যাচে প্রথমে লিড নিলেও শেষ পর্যন্ত ১–৬ গোলে হেরে দ্বিতীয় স্থানে থাকতে হয় আফিদাদের। ৬ পয়েন্ট ও +৫ গোলগড় নিয়ে তখন অপেক্ষা করতে হয় অন্য গ্রুপের ফলাফলের দিকে।

সেই অপেক্ষার অবসান ঘটে ই, বি, এফ ও অন্যান্য গ্রুপের ফলাফলে। ই গ্রুপে চীনের বড় জয়ে লেবাননের গোলগড় দাঁড়ায় –৬। বি গ্রুপে ভিয়েতনাম ৩–০ গোলে জেতায় হংকংয়ের গোলগড় হয় –৩। এফ গ্রুপে ইরানের গোলগড়ও মাইনাস। এ ও ডি গ্রুপের রানার্স–আপদের পয়েন্ট ছিল মাত্র ৪। ফলে বাংলাদেশ সেরা তিন রানার্স–আপের তালিকায় জায়গা পায়।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *