বইমেলা ঘিরে কোনো হামলার আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৫ ১২:৫১ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১২:৫৭

বই মেলার প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সারাবাংলা

ঢাকা: বইমেলা ঘিরে কোনো হামলার আশঙ্কা নেই এবং সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বইমেলার প্রাঙ্গণে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এই সময় তিনি বইমেলার জন্য প্রস্তুত হওয়া স্টলগুলো ঘুরে দেখেন।

ডিএমপি কমিশনার বলেন, বই মেলায় সার্বক্ষণিক নিরাপত্তার জন্য কন্ট্রোল রুম এর ব্যবস্থা করা হয়েছে। দিন রাত সব সময় সিনিয়র কর্মকর্তারা নিরাপত্তায় জন্য থাকবেন। পুলিশের বাইরেও র‍্যাব, সিটি ও অন্যান্য গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থায় থাকবে। এছাড়া রাতে সার্চ লাইটের ব্যবস্থা করা হয়েছে।

বিগত সরকারের সময় মেলা ঘিরে কিছু লেখকের ওপর হামলার ঘটনা ঘটেছে, এবার মেলা ঘিরে কোনো হামলার আশঙ্কা রয়েছে কিনা প্রশ্নে তিনি বলেন, মেলায় কোনো হামলার আশঙ্কা নেই। সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। কাজেই আমি কোনো হামলার আশঙ্কা দেখছি না।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় এই এক মাস কোনো ভাড়ি যানবাহন চলাচল করবে না। এবার টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তা সবসময় বন্ধ থাকবে না। কারণ, এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। মেলার আশেপাশের রাস্তায় কোনো হকার বসতে পারবে না। মেলার জন্য ৫টি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে।

মেলায় আগতদের জন্য খাবারের স্ট্রলের দামের বিষয়ে সাজ্জাত আলী বলেন, বাণিজ্য মেলার মত যেন বই মেলায় খাবারের দোকানগুলো গলা কাটা দাম না নেয়। দায়িত্বরত কর্মকর্তারা এই বিষয়ে খেয়াল রাখবে। আর স্ট্রল মালিক ও দর্শনার্থীদের অনুরোধ করছি মেলা প্রাঙ্গণ পরিষ্কার রাখবেন সবাই মিলে।

সারাবাংলা/এমএইচ/এনজে

ডিএমপি
বইমেলা

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *