বক্সিংয়ে সেনাবাহিনীর আধিপত্য – দৈনিক সংগ্রাম

Google Alert – সেনাবাহিনী

জাতীয় বক্সিংয়ের ফাইনালে ছিলনা কোনো অঘটন, স্বর্ণপদক জিতেছেন প্রত্যাশিত প্রতিযোগীরা। বুধবার পুরুষ ও নারীদের ২৪টি ইভেন্টে ১১টি ফাইনাল হয়েছে। এর মধ্যে ছেলেদের আটটি ও মেয়েদের ছিল তিনটি ফাইনাল। পদকের লড়াইয়ে ফাইনালে আধিপত্য ছিল সেনাবাহিনীর বক্সারদেরই।পুরুষ বিভাগে ৫১ কেজির ওজন গ্রুপে আলো ছড়ালেন সেনাবাহিনীর তরিকুল ইসলাম। ফাইনালে রাজশাহী সিটি বক্সিং ক্লাবের রাসেল কবির শুভকে হারিয়ে স্বর্ণপদক জেতেন তিনি। ৬০ কেজির রিংয়ে নামেন সেনাবাহিনীর বেলাল হোসেন ও রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সুদীপ্ত তালুকদার। সুদীপ্তকে হারিয়ে স্বর্ণ জেতেন বেলাল। ৬৩.৫ কেজিতে আনসার আল সানিকে হারিয়েছেন সেনাবাহিনীর হোসেন আলী, ৬৭ কেজিতে সেনাবাহিনীর সেলিম হোসেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার ইমন মেহেদী হাসানকে হারিয়ে পদক জেতেন। ৭১ কেজিতে দিনাজপুর পোলস্টার ক্লাবের তামিম ভূঁইয়াকে হারিয়ে পদক পরেন সেনাবাহিনীর সৌরভ নাজাতুল ইসলাম। ৮০ কেজিতে আনসারের জুয়েল আহমেদ বরগুনা গৌরিচন্না বক্সিং ক্লাবের তাহেদুল ইসলামকে হারান, ৮৬ কেজিতে সেনাবাহিনীর শুভ কুমার ভাদুড়ী রাজশাহীর মেহেদী রানা কমলকে এবং ঊর্ধ্ব-৯২ কেজিতে সেনাবাহিনীর মেহেদী হাসান রাজশাহীর কাইয়ুম আলীকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেন। মেয়েদের বিভাগে ৫০ কেজি ওজন শ্রেণির ফাইনালে সেনাবাহিনীর কায়মা খাতুন আনসারের রহিমাকে হারিয়ে স্বর্ণ জেতেন। তবে প্রতিদ্বন্দ্বী না থাকায় ৭০ কেজিতে সেনাবাহিনীর আনীতা ইসলাম এবং ঊর্ধ্ব-৮০ কেজিতে সেনাবাহিনীর আসমা খাতুন বিনা লড়াইয়ে পদক জিতে নেন। এই দুই বক্সারের প্রতিপক্ষরা সেমিফাইনালেই বিদায় নিয়েছেন। তাই এই দুই ইভেন্টে কেবল স্বর্ণ ও ব্রোঞ্জ থাকবে। আজ বৃহস্পতিবার বাকি ১৩টি ইভেন্টের খেলা হবে। তবে যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস ও আফরা খন্দকারের খেলাটি বিকেল ৪টা থেকে ৫টায় হবে বলে ফেডারেশন সূত্রে জানা গেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *