বগুড়ায় অপহরণকারীদের ধরতে গিয়ে হামলার শিকার

Bangla News


আটকরা

বগুড়া সদর উপজেলায় অপহরণের পর মুক্তিপণ দাবি করা দুর্বৃত্তদের ধরতে গিয়ে হামলা শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।


বুধবার (০৯ এপ্রিল) সকালে বগুড়ার সোনাতলা উপজেলার একটি চর থেকে তাদের আটক করা হয়।  


আটকরা হলেন- বগুড়া সদর উপজেলার নারুলী দক্ষিণপাড়া এলাকার মৃত নুর আলমের ছেলে মো. জুয়েল মিয়া (২৫), ধাওয়াপাড়া এলাকার মো. আমিনুল হকের ছেলে মো. নুর আলম ওরফে সুইট (৩৫) এবং উত্তর ধাওয়াপাড়া এলাকার মো. আলম প্রামাণিকের ছেলে মো. রাব্বি হোসেন (২০)।


জানা গেছে, মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুরে সারিয়াকান্দি থেকে বালু ভর্তি একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। পথে ফুলবাড়ী ফাঁড়ি এলাকায় দ্বিতীয় বাইপাস সড়কে একদল দুর্বৃত্ত ট্রাকটি থামিয়ে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে চালককে দিয়ে ট্রাকটি নারুলিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আবার ধাওয়াপাড়ায় একটি মাঠে এনে বালু আনলোড করে ট্রাকটি খালি অবস্থায় একটি স’মিলের পাশে রেখে দেয় দুর্বৃত্তরা। এরপর চালককে সুইট নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে আটকে রাখা হয় এবং তার মালিকের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।


এদিকে পুলিশ খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে চালক ও ট্রাকটি উদ্ধার করে। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ওই বাড়ির প্রাচীরের পাশ থেকে ইটপাটকেল ছোড়ে। এতে আহত হন এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব। পরে অতিরিক্ত পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন।


এ বিষয়ে নারুলি ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে তিন অভিযুক্তকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।  


বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *