বগুড়ায় অপহৃত তিন শিক্ষার্থী উদ্ধার, গ্রেফতার ৪

Google Alert – সেনা

বগুড়ায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে অপহৃত তিন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া অপহরণে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অন্য সরঞ্জাম পাওয়া গেছে। 

শুক্রবার দুপুরে বগুড়া সেনা সদর ক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে শহরের মালতিনগর এলাকায় এ অভিযান চালানো হয়। 

গ্রেফতাররা হলেন- বগুড়া শহরের মালতিনগর এলাকার আবির হোসেন বিদ্যুৎ (২৭), ওয়াজ মণ্ডল (৩৬), মাসুদ আলম নাঈম (২৭) ও মেহেদী হাসান (২৩)।

অভিযান সূত্র জানায়, বৃহস্পতিবার বগুড়া শহরের মালতিনগর এলাকায় তিন শিক্ষার্থীকে অপহরণ করেন গ্রেফতাররা। পরে অপহৃতদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেন তারা। খবর পেয়ে বগুড়া সদর সেনা ক্যাম্প ও পুলিশ সদস্যরা ওই রাতে শহরের মালতিনগর এলাকায় যৌথ অভিযান শুরু করেন। একপর্যায়ে অপহৃত তিন শিক্ষার্থীকে উদ্ধার করেন।

ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে বিভিন্ন প্রকার সাতটি দেশীয় ধারালো অস্ত্র, ১৩টি সিম কার্ড, তিনটি ফাঁকা স্ট্যাম্প, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি চেক, একটি কম্পিউটার, বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল এবং গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। 

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, এদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির মামলা করেছে। পরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *