Google Alert – সেনাপ্রধান
বগুড়ার শেরপুর উপজেলায় আদিবাসী ছাত্র পরিষদের বর্ধিত সভা ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উত্তম কুমার এবং সঞ্চালনা করেন সাগর কুমার সিং।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি সুজন কুমার রাজভর। আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার সিং, আদিবাসী নেতা তাপষ সিং, সুবোধন বর্মণ, গৌরদাস সিং প্রমুখ।
বক্তারা বলেন, শেরপুর উপজেলায় বসবাসরত আদিবাসী শিক্ষার্থীরা শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ধর্মীয় ক্ষেত্রে সরকারি পর্যাপ্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাদের নিজস্ব ভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এই ভাষা সংরক্ষণের জন্য উপজেলায় আদিবাসী কালচারাল একাডেমি প্রতিষ্ঠার দাবি জানান বক্তারা।
বক্তব্যে আরও বলা হয়, শেরপুর উপজেলায় তুরি, মাহাতো, সাঁওতাল, বর্মণ, কোচ, মালো, বাগদী, ভূমিজ, গঞ্জু, লোহার, তেলী, মুসহর, রাজোয়াড় প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে। তাদের সাংবিধানিক স্বীকৃতি, পৃথক মন্ত্রণালয় এবং ভূমির অধিকার নিশ্চিত করা সময়ের দাবি।
বর্ধিত সভা শেষে আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি সুজন কুমার রাজভর ২১ সদস্যবিশিষ্ট শেরপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন, তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি: বিপ্লব কুমার মাহাতো,সহ-সভাপতি: সোহাগ সিং,সহ-সাধারণ সম্পাদক: শান্ত সিং ও রাম কৃষ্ণ মালো, সাংগঠনিক সম্পাদক: লালন মাহাতো, কোষাধ্যক্ষ: শাওন সিং, দপ্তর সম্পাদক: বিষ্ণু মাহাতো, প্রচার ও প্রকাশনা সম্পাদক: উত্তম বর্মণ, তথ্য ও গবেষণা সম্পাদক: সঞ্জিত মাহাতো, আইন বিষয়ক সম্পাদক: পবিত্র মাহাতো, ধর্মীয় সম্পাদক: গৌরাঙ্গ সিং, নারী বিষয়ক সম্পাদক: সূবর্ণা বাগদী, সাংস্কৃতিক সম্পাদক: সাগর কুমার, ক্রীড়া সম্পাদক: নেপাল হেমব্রম এবং কার্যকরী সদস্য: নিতাই সিং, পল্লব মাহাতো, সনজিতা মাহাতো, প্রতাপ সিং ও স্বাধীন সিং।