বগুড়ায় ধুনট-শেরপুর সড়ক নির্মাণের বছর না যেতেই কার্পেটিং ওঠা রাস্তা সংস্কার

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট-শেরপুর সড়ক নির্মানের বছর না পেরোতেই কার্পেটিং উঠে যাওয়া সেই রাস্তার সংস্কার কাজ করা হয়েছে। করতোয়ায় ভিডিও এবং সচিত্র প্রতিবেদন প্রকাশের পর সড়ক ও জনপথ বিভাগ আজ শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা নাগাদ ওই সড়কের সংস্কার কাজ শেষ করেছে। এর আগে মঙ্গলবার থেকে এই সড়কের সংস্কার কাজ শুরু করা হয়।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, বগুড়ার শেরপুর থেকে ধুনট হয়ে সিরাজগঞ্জ পর্যন্ত আঞ্চলিক সড়ক এটি। গত ২০১৯ সালে প্রায় ১ হাজার ২৮ কোটি টাকা ব্যয়ে সড়কটির ৭৬ কিলোমিটার প্রশস্ত করার কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। যার মধ্যে ৪ কিলোমিটার সড়ক উন্নীত করা হবে চার লেনে। সিরাজগঞ্জ অংশে ৯টি ও বগুড়া অংশে ২টি প্যাকেজে চলা কাজের মধ্যে এই সড়কে ৩টি ব্রিজ, ৩৯টি কালভার্ট, ১৬ কিলোমিটার ড্রেন রয়েছে। এই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে ৩০ জুন।

তবে বগুড়া অংশে ২টি প্যাকেজের মধ্যে ১টির কাজ শেষে হয়েছে এবং অন্যটির কাজ চলমান আছে। এরমধ্যে ধুনট থেকে শেরপুর পর্যন্ত ১৪ কিলোমিটারের মধ্যে ১১ কিলোমিটার অংশের কাজ প্রায় এক বছর আগে শেষ হয়েছে। তবে যে অংশে শেষ হয়েছে সেই রাস্তার কাজে নিম্নমানের ইটের খোয়া, পাথর আর বিটুমিন ব্যবহার করায় সড়কটির বেশিরভাগ অংশে বিটুমিন উঠে গর্তের সৃষ্টি হয়ে দুর্ঘটনার ঝুকি নিয়ে যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, লরি চলাচল করছিল।

আরও পড়ুন

এ বিষয়টি নিয়ে ২৭ জুলাই দৈনিক করতোয়ায় একটি প্রতিবেদন প্রকাশ হয়। এর আগে করতোয়ায় ভিডিও প্রতিবেদন প্রকাশের পর সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বিষয়টি আমলে নেয়। আঞ্চলিক এই সড়কটি দীর্ঘদিন ধরে বিপর্যস্ত ছিল। আঁকা-বাঁকা সরু সড়কটিতে দুর্ঘটনা ছিল নিত্যদিনের সঙ্গী। আগে উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে পরিবহনগুলো সিরাজগঞ্জ রোড হয়ে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে ঢাকায় যাতায়াত করেছে।

এতে সময় অনেক বেশি লাগতো। এছাড়া এই সড়কে সব সময় যানজট লেগে থাকে। বিশ্বরোডের যানজট এড়াতে বর্তমানে পরিবহনগুলো শেরপুর অংশ থেকে ধুনট-কাজিপুর আঞ্চলিক সড়ক হয়ে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পার হয়ে কম সময়ে সহজেই ঢাকা পৌঁছতে পারছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *